পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষনে অবদানের স্বীকৃতিতে সম্মাননা প্রদান

প্রেস বিজ্ঞপ্তি: পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষনে প্রশংসনীয় উদ্যোগ গ্রহন করায় রাজশাহী পরিবেশ অধিদপ্তর কর্তৃক বেসরকারী সংস্থা সেভ দি ন্যাচার এন্ড লাইফকে ক্রেষ্ট দিয়ে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রোববার এই সম্মাননা প্রদান করা হয়। রাজশাহী শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানের মধ্যমে সেভ দি ন্যাচার এন্ড লাইফ এর চেয়ারম্যান মিজানুর রহমান এই সম্মাননা ক্রেষ্টটি গ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি। বিশেষ অতিথি ছিলেন, আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. সাবরিনা নাজ ও রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কল্যান চৌধুরীসহ পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ।


প্রকাশিত: জুন ৬, ২০২২ | সময়: ৬:০০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর