
সানশাইন ডেস্ক: এক ম্যাচ পরেই খেই হারালো রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানকে হারিয়ে ছন্দে ফেরার যে আভাস দিয়েছিলো সেটা স্রেফ তিন দিনেই হাওয়া। অগোছালো ফুটবল, দিকহারা পাস আর সাথে দৃষ্টিকটু ভূল, লা লিগায় সবটার সুযোগ নিয়ে সুদে-আসলে উশুল করলো স্পেনীয় পেশাদার ফুটবল ক্লাব ডিপোর্তিভো আলাভেস। চ্যাম্পিয়ন রিয়ালকে ২-১ গোলে হারিয়ে দারুণ এক জয় নিয়ে সবশেষ পাঁচ ম্যাচে অপরাজিত থাকলো লুকাস-জোসেলুরা।
আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে শনিবার দিবাগত রাতে আক্রমণাত্মক খেলে রিয়ালকে হারিয়ে দিয়েছেন আলাভেস। শেষ পাঁচ রাউন্ডে মাত্র দুটিতে জেতা রিয়াল শুরুতেই পিছিয়ে পড়ে। ম্যাচের শুরুর পাঁচ মিনিটের মাথায় লুকাস পেরেসের গোলে সফরকারী আলাভেস এগিয়ে যায়। এরপর ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোসেলু। শেষ দিকে ৮৬ মিনিটে রিয়ালের হয়ে ব্যবধান কমান কাসেমিরো।
ম্যাচের শেষ মুহূর্তে সমতাসূচক গোল প্রায় পেয়েই যাচ্ছিল রিয়াল। তবে ভাগ্য বাধ সাধে তাদের পক্ষে। খেলার শেষ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ইসকোর নেওয়া জোরালো শট ক্রসবারে বাধা পায়। বলটা গোল বারে লেগে মাঠের বাইরে পরার সাথেই শেষ হয় ম্যাচের নির্ধারিত সময়। আর এর মাঝেই ২০ বছর পর রিয়ালের মাঠে জয়োৎসব মাতে আলাভেস। সেবার ১-০ গোলে জিতেছিল স্পানিশ দলটি।
১০ ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল। আলাভেসের ১১ ম্যাচে পয়েন্ট ১৩। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল সোসিয়েদাদ।
লা লিগায় শেষ তিন ম্যাচের দুটিতে হারল শিরোপাধারীরা, অন্যটি ড্র। শেষ ছয় ম্যাচে তাদের জয় মাত্র দুটি, হার তিনটি।
অন্যদিকে, বার্সেলোনার সাথে ড্র করা আলাভেস শেষ পাঁচ ম্যাচে অপরাজিত। রিয়ালের বিপক্ষে দারুণ এই জয়ে পয়েন্ট টেবিলে ৯ নম্বরে উঠে এসেছে তারা।
সানশাইন/২৯ নভেম্বর/রনি