
স্টাফ রিপোর্টার,বাঘা: রাজশাহীর বাঘা সীমান্ত এলাকায় ৫৭ বোতল ফেন্সিডিলসহ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি’র) হাতে আটক হয়েছে সজিব হোসেন নামে এক যুবক। বুধবার (২৫ নভেম্বর)দিবাগত রাতে উপজেলার আলাইপুর মধ্যপাড়া এলাকা থেকে একটি মোটর সাইকেল সহ তাকে আটক করা হয়।
বাঘা সীমান্তরক্ষী আলাইপুর বিজিবি ক্যাম্প নায়েক আলমঙ্গীর হোসেনের দায়ের করা অভিযোগে জানা গেছে, আলাইপুর গ্রামের আজিবর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী সজিব হোসেন (২২) বুধবার রাত ১০ টায় ১৫০ সি.সি একটি এ্যাপাসি মোটর সাইকেল যোগে ৫৭ বোতল ফেন্সিডিল নিয়ে বাঘা থেকে ঢাকা গামী বাসটার্মিনালে দিকে আসছিল।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা আলাইপুর মধ্যড়াদা থেকে তাকে আটক করে । এরপর বৃহস্পতিবার সকালে ওই আসামীকে ফেন্সিডিল-সহ থানায় হস্তান্তর করেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)নজরুল ইসলাম জানান, এ ঘটনায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে। অভিযুক্ত সজিব হোসেনকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সানশাইন/২৬ নভেম্বর/রনি