Daily Sunshine

৯ বছরে নির্যাতনের শিকার ৫৪৭ গৃহকর্মী

Share

সানশাইন ডেস্ক: বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) প্রতিবেদনের তথ‌্য তুলে ধরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মুজিবুল হক জানিয়েছেন, গত ৯ বছরে ৫৪৭ জন গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। চলতি বছরে নির্যাতনের শিকার হয়েছেন ২৮ গৃহকর্মী।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিলস আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব তথ‌্য জানান তিনি।

মো. মুজিবুল হক এমপি বলেন, ‘গৃহশ্রমিকদের বেশিরভাগই শিশু। বাংলাদেশের আইন অনুযায়ী, শিশুদের শ্রমে নিযুক্ত করা যাবে না। যারা শিশুদের গৃহশ্রমিক হিসেবে নিয়োগ দেন, তাদের ভাবতে হবে, এটা ঠিক করছেন কি না?’

তিনি বলেন, ‘২০১৫ সালে গৃহশ্রমিকদের জন্য নীতিমালা প্রণয়ন করা হয়েছে। কিন্তু এখনও নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন গৃহশ্রমিকরা। গৃহশ্রমিকদের নির্যাতন বন্ধে সকলকে সচেতন হতে হবে।’

বিলসের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান সিরাজের সভাপতিত্বে ও গৃহ শ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সমন্বয়কারী আবুল হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন সংসদ সদস্য শামসুন্নাহার ভুইয়া ও শিরীন আখতার।

 

 

 

 

সানশাইন/২৫ নভেম্বর/রনি

নভেম্বর ২৫
২০:২৩ ২০২০

আরও খবর

বিশেষ সংবাদ

পাথর কুড়িয়ে চলে সংসার

পাথর কুড়িয়ে চলে সংসার

স্টাফ রিপোর্টার, রাবি : ভোর ছয়টা। মাঘের কনকনে শীত। কুয়াশার চাদরে আবৃত চারপাশ। রোদ নেই, উল্টো মৃদু বাতাস বইছে। বাংলাবান্ধা ইউনিয়ন সংলগ্ন জিরো পয়েন্ট স্থলবন্দরের পাশে মহানন্দা নদীতে নিজেদের কাজে ব্যস্ত সময় পার করছেন শত শত শ্রমিক। নদীর স্বচ্ছ জলে তারা সকলেই পাথর কুড়োচ্ছেন। হিমালয় থেকে উদ্ভূত হয়ে ভারতের পশ্চিমবঙ্গের

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

৪১ও ৪২তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

৪১ও ৪২তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

সানশাইন ডেস্ক : ৪১তম বিসিএসের প্রিলিমিনারি এবং ৪২তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১৯ মার্চ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে হবে। তার আগে আগামী ২৬ ফেব্রুয়ারি বিকাল ৩টা

বিস্তারিত