Daily Sunshine

নাটোরে ১৩ ভিক্ষুককে জেলা প্রশাসনের পুর্নবাসন উপকরণ প্রদান

Share

স্টাফ রিপোর্টার,নাটোর: নাটোরে ১৩ ভিক্ষুককে পুর্নবাসনের লক্ষ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করেছে জেলা প্রশাসন। রোববার কালেক্টরেট ভবন চত্বরে ১৩ ভিক্ষুকের মাঝে সেলাই মেসিন,ছাগল ও ক্ষুদ্র ব্যবসাল মালামাল ক্রয়ের জন্য নগদ অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৪জনকে ২টি করে ছাগল,৪ জনকে সেলাই মেশিন ও ৫ জনকে ১লক্ষ ৬৫ হাজার টাকা ক্ষুদ্র ব্যবসার মালামাল ক্রয়ের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

 

 

সানশাইন/২২ নভেম্বর/রনি

নভেম্বর ২২
২০:২১ ২০২০

আরও খবর