Daily Sunshine

যৌন দৃশ্যে আমার আপত্তি নেই: সানায়া মালহোত্রা

Share

সানশাইন ডেস্ক: রুপালি দুনিয়ায় স্থূল দৃশ্যে অভিনয় করে অনেকেই রাতারাতি তারকা বনে যাচ্ছেন। আবার অনেকে সময়ের স্রোতে গা না ভাসিয়ে নিজস্বতা নিয়েই এগোচ্ছেন। চরিত্রের প্রয়োজনে কেউ কেউ সাহসী সিনে দুর্দান্ত পারফর্মও করছেন।

বলিউড অভিনেত্রী সানায়া মালহোত্রা প্রথমবার যৌন ‍দৃশ্যে অভিনয় করতে গিয়ে কতটা ভয় পেয়েছিলেন, সেটা জানালেন নিজ মুখেই।

সম্প্রতি এ অভিনেত্রীর ‘লুডো’ ছবিটি মুক্তি পেয়েছে। সেই ছবিতে অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে একটি যৌন দৃশ্যে ক্যামেরার সামনে অভিনয় করেছেন সানায়া।

ছবিটির গল্পে আদিত্য ও সানায়া প্রেমিক-প্রেমিকা। তাদের সেই যৌন দৃশ্য প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সানায়া বলেন, ‘যদি চিত্রনাট্যে প্রয়োজন হয়, তবে এ ধরনের দৃশ্যে অভিনয় করতে আমার কোনও আপত্তি নেই। প্রথমবার ভীষণ ভয় পেয়েছিলাম, খুব স্বস্তিকর ছিল না মুহূর্তটি। দ্বিধা ছিল, নার্ভাস ছিলাম। শুটিং সেটে অনেকেই ছিল। লাইট-ক্যামেরার সামনে এমন দৃশ্যে অভিনয় করতে শরীর কাঁপছিল।’

আদিত্যের সঙ্গে এই দৃশ্যটি করা প্রসঙ্গে সানায়া বলেন, ‘ওর সঙ্গে আমার ঠিক পরিচয়ও ছিল না। কিন্তু আদিত্য আমার বিপরীতে অভিনয় করছেন, এটি শুনে খুশি হয়েছিলাম। আদিত্য খুব ভালো অভিনেতা, দেখতেও অনেক সুন্দর।’

হাসির বৃষ্টি নামিয়ে সানায়া বলেন, ‘এরকম ভালো ও সুদর্শন অভিনেতার সঙ্গে কে অভিনয় করতে চাইবে না? আমি খুশি, আমার বন্ধুরা আরও বেশি খুশি।’

‘লুডো’ ছবিটি গত ১২ নভেম্বর মুক্তি পাওয়ার পরই দর্শক-সমালোচক ও নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন।

সানশাইন/১৯ নভেম্বর/রনি

নভেম্বর ১৯
১১:৫৭ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

শীতের আমেজে আহা…ভাপা পিঠা

শীতের আমেজে আহা…ভাপা পিঠা

রোজিনা সুলতানা রোজি : প্রকৃতিতে এখন হালকা শীতের আমেজ। এই নাতিশীতোষ্ণ আবহাওয়ায় ভাপা পিঠার স্বাদ নিচ্ছেন সবাই। আর এই উপলক্ষ্যটা কাজে লাগচ্ছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। লোকসমাগম ঘটে এমন মোড়ে ভাপা পিঠার পসরা সাজিয়ে বসে পড়ছেন অনেকেই। ভাসমান এই সকল দোকানে মৃদু কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় ভিড় জমাচ্ছেন অনেক পিঠা প্রেমী। রাজশাহীর বিভিন্ন

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

৭ ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা স্থগিত

৭ ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা স্থগিত

সানশাইন ডেস্ক: সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের সমন্বিত নিয়োগ পরীক্ষা (২০১৮ সালভিত্তিক) স্থগিত করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর রাজধানীর ৬৭টি কেন্দ্রে এ পরীক্ষা হওয়ার কথা ছিল। শনিবার (২৮ নভেম্বর) ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যে সাতটি ব্যাংকের নিয়োগ পরীক্ষার স্থগিত করা হয়েছে সেগুলো হলো হলো—সোনালী

বিস্তারিত