Daily Sunshine

দীর্ঘদিন পর প্লে-ব্যাকে কণ্ঠশিল্পী সালমা

Share

সানশাইন ডেস্ক: ফোকগান গেয়েই শ্রোতাদের হৃদয় জয় করেছেন কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। তাছাড়া সারা বছরই নতুন মৌলিক গানে কণ্ঠ দেন তিনি। এই করোনাকালেও গান প্রকাশ করা থেকে বিরত ছিলেন না সালমা।

এসবের পাশাপাশি দীর্ঘ বিরতির পর প্লে-ব্যাক করলেন তিনি। ছবির নাম ‘তুমি আছ তুমি নেই’। পরিচালনা করছেন দেলোয়ার জাহান ঝন্টু। টাইটেল এ গানটি লিখেছেন খোশনূর এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আনোয়ার জাহান নান্টু। সম্প্রতি গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে।

এ প্রসঙ্গে সালমা বলেন, অসম্ভব সুন্দর কথার এ গানটিতে কণ্ঠ দিয়ে তৃপ্তি লাগছে। কথা, সুর ও সঙ্গীতের দারুণ সমন্বয়ের মাধ্যমে গানটি শ্রোতাদের ভালোলাগার তালিকায় স্থান পাবে।

এদিকে নতুন আরও কিছু গানে কণ্ঠ দিয়েছেন এই সঙ্গীতশিল্পী। নতুন একটি ইউটিউব চ্যানেলের জন্য দেলোয়ার শাহনাজের কথা ও সুরে তিনটি এবং অন্য একটি ইউটিউব চ্যানেলের জন্য আবুল হোসেনের কথা ও এমবি মাহফুজের সুরে দুটি গান গেয়েছেন।

সালমার সর্বশেষ প্রকাশিত গান হচ্ছে ‘তুলসী’। সালমার ‘সাফিয়া ফাউন্ডেশন’ নিয়মিতভাবে সমাজের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। বিশেষত করোনায় লকডাউনের দিনগুলোতে এই ফাউন্ডেশন থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার চেষ্টা করা হয়েছে।

ভবিষ্যতে এ ফাউন্ডেশন থেকে নানা ধরনের কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। একজন শিল্পী হিসেবেই শুধু নয়, একজন মানুষ হিসেবে মানুষের কল্যাণে নিয়োজিত থাকার প্রত্যয়ের কথা জানিয়েছেন সালমা।

 

সানশাইন/১৮ নভেম্বর/রনি

নভেম্বর ১৮
২১:২০ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

শীতের আমেজে আহা…ভাপা পিঠা

শীতের আমেজে আহা…ভাপা পিঠা

রোজিনা সুলতানা রোজি : প্রকৃতিতে এখন হালকা শীতের আমেজ। এই নাতিশীতোষ্ণ আবহাওয়ায় ভাপা পিঠার স্বাদ নিচ্ছেন সবাই। আর এই উপলক্ষ্যটা কাজে লাগচ্ছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। লোকসমাগম ঘটে এমন মোড়ে ভাপা পিঠার পসরা সাজিয়ে বসে পড়ছেন অনেকেই। ভাসমান এই সকল দোকানে মৃদু কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় ভিড় জমাচ্ছেন অনেক পিঠা প্রেমী। রাজশাহীর বিভিন্ন

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থগিত নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থগিত নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

সানশাইন ডেস্ক : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গত ৩ এপ্রিলের স্থগিতকৃত নিয়োগ পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সেকশন অফিসার ও পাবলিক রিলেশন অফিসার পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত ব্যক্তিগত কর্মকর্তা পদের লিখিত

বিস্তারিত