Daily Sunshine

করোনাভাইরাসে আক্রান্ত কণ্ঠশিল্পী নকীব খান

Share

সানশাইন ডেস্ক: দেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও সুরকার নকীব খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে নিজ বাসাতেই তিনি চিকিৎসকের পরামর্শ মেনে চিকিৎসা নিচ্ছেন।

সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কয়েকদিন ধরে শরীরে দুর্বলতা অনুভব করছিলেন নকীব খান। করোনার বিশেষ কোনো লক্ষণ না থাকলেও তিনি নমুনা পরীক্ষা করতে দেন। ১২ নভেম্বর রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ এসেছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছেন নকীব খান। রয়েছেন আইসোলেশনে। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।’

নকীব খান দেশের জনপ্রিয় ব্যান্ড রেনেসাঁর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। গান গাওয়ার পাশাপাশি সুরকার, গীতিকার হিসেবেও তিনি সমাদৃত। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- নিজের কণ্ঠে ‘মন শুধু মন ছুঁয়েছে’, আইয়ুব বাচ্চুর কণ্ঠে ‘এখন অনেক রাত’, ‘তুমি বললে’, কুমার বিশ্বজিতের কণ্ঠে ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’, ক্লোজআপ ওয়ান থিম সং ‘যদি লক্ষ্য থাকে অটুট’ ইত্যাদি।

সানশাইন/১৪ নভেম্বর/রনি

নভেম্বর ১৪
১২:৫৭ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

শীতের আমেজে আহা…ভাপা পিঠা

শীতের আমেজে আহা…ভাপা পিঠা

রোজিনা সুলতানা রোজি : প্রকৃতিতে এখন হালকা শীতের আমেজ। এই নাতিশীতোষ্ণ আবহাওয়ায় ভাপা পিঠার স্বাদ নিচ্ছেন সবাই। আর এই উপলক্ষ্যটা কাজে লাগচ্ছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। লোকসমাগম ঘটে এমন মোড়ে ভাপা পিঠার পসরা সাজিয়ে বসে পড়ছেন অনেকেই। ভাসমান এই সকল দোকানে মৃদু কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় ভিড় জমাচ্ছেন অনেক পিঠা প্রেমী। রাজশাহীর বিভিন্ন

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

৭ ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা স্থগিত

৭ ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা স্থগিত

সানশাইন ডেস্ক: সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের সমন্বিত নিয়োগ পরীক্ষা (২০১৮ সালভিত্তিক) স্থগিত করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর রাজধানীর ৬৭টি কেন্দ্রে এ পরীক্ষা হওয়ার কথা ছিল। শনিবার (২৮ নভেম্বর) ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যে সাতটি ব্যাংকের নিয়োগ পরীক্ষার স্থগিত করা হয়েছে সেগুলো হলো হলো—সোনালী

বিস্তারিত