Daily Sunshine

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের চিরায়ত ঐতিহ্য: আমু

Share

সানশাইন ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা উপলক্ষ্যে দেশের সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের চিরায়ত ঐতিহ্য। আবহমানকাল থেকেই এই দেশে সব ধর্মের মানুষ মিলে-মিশে বসবাস করছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশ সবার কাছে নিরাপদ বাসভূমি।

তিনি আরও বলেন, কোনো অশুভ শক্তি কখনও যেন আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধনে চিড় ধরাতে না পারে সে লক্ষে সম্প্রীতির বন্ধন অক্ষুণ্ন রেখে উন্নয়ন ও অগ্রযাত্রায় দেশবাসীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় ১৪ দল সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু হিন্দু ধর্মাবলম্বীসহ দেশের সব নাগরিকের সুখ ও সমৃদ্ধি কামনা করেন। করোনা সংকট মোকাবেলায় পূজার দর্শনার্থীসহ সবাইকে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলারও আহবান জানান আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।

 

 

সানশাইন/২৫ অক্টোবর/এসআর

অক্টোবর ২৫
২১:০২ ২০২০

আরও খবর

[TheChamp-FB-Comments]