Daily Sunshine

উপকূল অতিক্রম করেছে নিম্নচাপ

Share

সানশাইন ডেস্ক : বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি। ফলে শনিবার (২৪ অক্টোবর) থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে যাবে।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা আব্দুর রহমান।

তিনি জানান, খুলনা দিয়ে নিম্নচাপটি বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। তবে নিম্নচাপের প্রভাবে আজ রাতেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হবে। শনিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে।

এদিকে সকাল ৬টার পর দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন এ আবহাওয়াবিদ। তবে সকাল ৬টার আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৫৪ মিলি. বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালির খেপুপাড়ায়।

অন্যদিকে আবহাওয়ার ৬ নম্বর বিশেষ বুলেটিনে দেশের সমুদ্র বন্দরগুলোতে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সানশাইন/২৩ অক্টোবর/এমওআর

অক্টোবর ২৩
১৮:৫৭ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

শীতের আমেজে আহা…ভাপা পিঠা

শীতের আমেজে আহা…ভাপা পিঠা

রোজিনা সুলতানা রোজি : প্রকৃতিতে এখন হালকা শীতের আমেজ। এই নাতিশীতোষ্ণ আবহাওয়ায় ভাপা পিঠার স্বাদ নিচ্ছেন সবাই। আর এই উপলক্ষ্যটা কাজে লাগচ্ছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। লোকসমাগম ঘটে এমন মোড়ে ভাপা পিঠার পসরা সাজিয়ে বসে পড়ছেন অনেকেই। ভাসমান এই সকল দোকানে মৃদু কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় ভিড় জমাচ্ছেন অনেক পিঠা প্রেমী। রাজশাহীর বিভিন্ন

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

৭ ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা স্থগিত

৭ ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা স্থগিত

সানশাইন ডেস্ক: সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের সমন্বিত নিয়োগ পরীক্ষা (২০১৮ সালভিত্তিক) স্থগিত করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর রাজধানীর ৬৭টি কেন্দ্রে এ পরীক্ষা হওয়ার কথা ছিল। শনিবার (২৮ নভেম্বর) ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যে সাতটি ব্যাংকের নিয়োগ পরীক্ষার স্থগিত করা হয়েছে সেগুলো হলো হলো—সোনালী

বিস্তারিত