Daily Sunshine

রাসিক মেয়র লিটনের সাথে নতুন ডিআইজি‘র সাক্ষাৎ

Share

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের সদ্য যোগদানকৃত ডিআইজি মো. আব্দুল বাতেন বিপিএম, পিপিএম। মঙ্গলবার সন্ধ্যায় নগর ভবনে সাক্ষাৎকালে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন তাঁরা।

মতবিনিময়কালে রাজশাহী উন্নয়ন, শান্তিশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করেন। এ সময় রাজশাহী মহানগরীর সৌন্দর্য্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ভূয়সী প্রশংসা করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি।

সাক্ষাৎকালে পুলিশের রাজশাহী রেঞ্জের এডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) টিএম মোজাহিদুল ইসলাম, রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার আব্দুস সালাম ও মনিরুল ইসলাম, রাজশাহী জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং মাননীয় মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

সানশাইন/১৫ সেপ্টেম্বর/ রোজি

সেপ্টেম্বর ১৫
১৯:১৩ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

ডিগ্রী থাকলেও মিলছেনা যোগ্য চাকরি

ডিগ্রী থাকলেও মিলছেনা যোগ্য চাকরি

শাহ্জাদা মিলন: বাংলাদেশের অন্যতম বিভাগীয় শহর রাজশাহী। সিল্কসিটি, আমের রাজধানী হিসেবে পরিচিত সারা দেশে রাজশাহী। তবে এসব পরিচয় ছাপিয়ে রাজশাহী ‘শিক্ষা নগরী’ হিসেবে সবচেয়ে বেশি পরিচিত। অসংখ্য নামিদামি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখানে। এর সুফলে রাজশাহীতে বছর বছর বাড়তে ডিগ্রিধারী মানুষের সংখ্যা। তবে সেই অনুপাতে বাড়ছে না কর্মসংস্থান। রাজশাহীতে রয়েছে রাজশাহী

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

সরকারি চাকরি প্রার্থীর বয়সে ছাড়

সরকারি চাকরি প্রার্থীর বয়সে ছাড়

সানশাইন ডেস্ক : করোনা মহামারিতে সাধারণ ছুটিতে স্বাভাবিক জীবনযাত্রার সঙ্গে স্থগিত ছিল সরকারি-বেসরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া। এ কয়েক মাসে নিয়োগ বিজ্ঞপ্তি পায়নি দেশের শিক্ষিত বেকার জনগোষ্ঠী। অংশ নিতে পারেনি কোনো নিয়োগ পরীক্ষাতেও। অনেকেরই বয়স পেরিয়ে গেছে ৩০ বছর। স্বাভাবিকভাবেই সরকারি চাকরির আবেদনে সুযোগ শেষ হয়ে যায় তাদের। তবে এ দুর্যোগকালীন

বিস্তারিত