Daily Sunshine

রাজশাহী অঞ্চলে একদিনে আরও ৮২ জনের করোনা শনাক্ত

Share

সানশাইন ডেস্ক : রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় ৮২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময় এই বিভাগে কোনো করোনা আক্রান্ত রোগি মারা যায়নি। এছাড়াও গত ২৪ ঘন্টয় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৮৬ জন।

শনিবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৬৮ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৬৬ জন এবং সুস্থ্য হয়েছেন ১৩ হাজার ৭১৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৭০৪ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ১১ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, জয়পুরহাটে ১৯ জন, বগুড়ায় ৩৭ জন ও সিরাজগঞ্জে ১৪ জন। তবে নওগাঁ, নাটোর এবং পাবনায় এ দিন কোন করোনা রোগি শনাক্ত হয়নি।

তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৬ হাজার ৮৮৩ জন। এছাড়াও রাজশাহীতে ৪ হাজার ৬৩৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭১৭ জন, নওগাঁয় ১ হাজার ১৮১ জন, নাটোরে ৮৬৭ জন, জয়পুরহাটে ৯৭৮ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৯৮৪ জন ও পাবনায় ১ হাজার ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২৬৬ জন। এর মধ্যে রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে ৮ জন, জয়পুরহাটে ৬ জন, বগুড়ায় ১৬০ জন, সিরাজগঞ্জে ১২ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৩ হাজার ৭১৯ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৩ হাজার ৩৪৬, চাঁপাইনবাবগঞ্জে ৫৫১ জন, নওগাঁয় ১ হাজার ৪৮ জন, নাটোরে ৬৪৯ জন, জয়পুরহাট ২২৯ জন, বগুড়ায় ৫ হাজার ৮৪২ জন, সিরাজগঞ্জ ১ হাজার ১৫৬ জন ও পাবনায় ৮৯৮ জন।

সানশাইন/০৫ সেপ্টেম্বর/এমওআর

সেপ্টেম্বর ০৫
১২:৫৫ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

ডিগ্রী থাকলেও মিলছেনা যোগ্য চাকরি

ডিগ্রী থাকলেও মিলছেনা যোগ্য চাকরি

শাহ্জাদা মিলন: বাংলাদেশের অন্যতম বিভাগীয় শহর রাজশাহী। সিল্কসিটি, আমের রাজধানী হিসেবে পরিচিত সারা দেশে রাজশাহী। তবে এসব পরিচয় ছাপিয়ে রাজশাহী ‘শিক্ষা নগরী’ হিসেবে সবচেয়ে বেশি পরিচিত। অসংখ্য নামিদামি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখানে। এর সুফলে রাজশাহীতে বছর বছর বাড়তে ডিগ্রিধারী মানুষের সংখ্যা। তবে সেই অনুপাতে বাড়ছে না কর্মসংস্থান। রাজশাহীতে রয়েছে রাজশাহী

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

সরকারি চাকরি প্রার্থীর বয়সে ছাড়

সরকারি চাকরি প্রার্থীর বয়সে ছাড়

সানশাইন ডেস্ক : করোনা মহামারিতে সাধারণ ছুটিতে স্বাভাবিক জীবনযাত্রার সঙ্গে স্থগিত ছিল সরকারি-বেসরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া। এ কয়েক মাসে নিয়োগ বিজ্ঞপ্তি পায়নি দেশের শিক্ষিত বেকার জনগোষ্ঠী। অংশ নিতে পারেনি কোনো নিয়োগ পরীক্ষাতেও। অনেকেরই বয়স পেরিয়ে গেছে ৩০ বছর। স্বাভাবিকভাবেই সরকারি চাকরির আবেদনে সুযোগ শেষ হয়ে যায় তাদের। তবে এ দুর্যোগকালীন

বিস্তারিত