Daily Sunshine

কাশ্মির নিয়ে আবারও জাতিসংঘে চীন

Share

সানশাইন ডেস্ক ; কাশ্মির ইস্যু বুধবার আবারও পাকিস্তানের পক্ষে জাতিসংঘে উত্থাপনের চেষ্টা করেছে চীন । বুধবার উত্থাপিত এই প্রস্তাবের ওপর নিরাপত্তা পরিষেদে কোনো আলোচানা হয়নি কিংবা বিবৃতি দেওয়া হয়নি।

ভার্চুয়াল বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছেন, ‘এই নিয়ে নিরাপত্তা পরিষদে গত এক বছরের তিনটি বৈঠকে জম্মু ও কাশ্মির ইস্যু উত্থাপন হলো। ভারতের দাবির সঙ্গে এটি মেলে না। ভারত তো এই ইস্যুকে তাদের ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে দাবি করে!’

২০১৯ সালের ৫ আগস্ট ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার জম্মু ও কাশ্মিরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করে। এই রাজ্যটিকে কেন্দ্র শাসিত দুটি অঞ্চলে রূপ দেয় মোদি সরকার। জম্মু ও কাশ্মিরের বাসিন্দাদের এই সাংবিধানিক অধিকারকে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জোরে বাতিল করায় বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দুইবার উত্থাপন করে পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত নিরাপত্তা পরিষদ এই ইস্যুতে কোনো ধরনের বিবৃতি দেওয়া থেকে বিরত থাকে।

বুধবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আক্ষরিক অর্থেই যেটা ভারতের একটা অভ্যন্তরীণ বিষয়, নিরাপত্তা পরিষদে সেটা তোলার ব্যাপারে চীনের চেষ্টা এবারই প্রথম নয়। এর আগেও দুইবার হয়েছে। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে এভাবে চীনের বার বার নাক গলানোর চেষ্টা আমরা বরদাস্ত করছি না। এই চেষ্টা যে ফলপ্রসূ হচ্ছে না, এ বার তা থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হোক। যাতে আগামী দিনে এমন চেষ্টা আর না হয়।’

সানশাইন/৬আগস্ট/এমইউ

আগস্ট ০৬
১৮:২৫ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

আঁকাআঁকি থেকেই তন্বীর ‘রংরাজত্ব’

আঁকাআঁকি থেকেই তন্বীর ‘রংরাজত্ব’

আসাদুজ্জামান নূর : ছোটবেলা থেকেই আঁকাআঁকির প্রতি নেশা ছিল জুবাইদা খাতুন তন্বীর। ক্লাসের ফাঁকে, মন খারাপ থাকলে বা বোরিং লাগলে ছবি আঁকতেন তিনি। কারও ঘরের ওয়ালমেট, পরনের বাহারি পোশাক ইত্যাদি দেখেই এঁকে ফেলতেন হুবহু। এই আঁকাআঁকির প্রতিভাকে কাজে লাগিয়েই হয়েছেন ক্ষুদ্র উদ্যোক্তা। তুলির খোঁচায় পরিধেয় পোশাকে বাহারি নকশা, ছবি, ফুল

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

জোরালো হচ্ছে সরকারি চাকরিতে ‘বয়সসীমা’ বাড়ানোর দাবি

জোরালো হচ্ছে সরকারি চাকরিতে ‘বয়সসীমা’ বাড়ানোর দাবি

সানশাইন ডেস্ক : সর্বশেষ ১৯৯১ সালে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হয়। এরপর অবসরের বয়স বাড়ানো হলেও প্রবেশের বয়স আর বাড়েনি। বেকারত্ব বেড়ে যাওয়া, সেশনজট, নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা, অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। তবে এ বিষয়ে উদ্যোগ নেয়নি

বিস্তারিত