Daily Sunshine

চারঘাটে সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত, আহত ২

Share

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাট উপজেলায় হাইড্রোজেন গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মুক্তার হোসেন। তিনি একজন বেলুন বিক্রেতা। বেলুনে হিলিয়াম গ্যাসের পরিবর্তে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করার কারণে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আহত দুইজন হলেন- মুক্তার হোসেনের ভাইয়ের শাশুড়ি জাহেদা বেগম (৫০) ও নাতি হামীম হোসেন (১)। এদের মধ্যে জাহেদা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর আশঙ্কাজনক অবস্থায় শিশু হামীমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মইদুল ইসলাম জানান, মুক্তার হোসেন একজন বেলুন বিক্রেতা। বাড়িতে সকালে বেলুনে গ্যাস ঢোকানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই মুক্তার নিহত হন। আর আহত দুইজনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে শিশু হামীমের অবস্থা আশঙ্কাজনক।

চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) মানিক উদ্দীন বলেন, সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যুর তারা বিষয়টি জানেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের দল ফিরলে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো যাবে।

সানশাইন/০৪ আগস্ট/এমওআর

আগস্ট ০৪
১২:৪৩ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

আঁকাআঁকি থেকেই তন্বীর ‘রংরাজত্ব’

আঁকাআঁকি থেকেই তন্বীর ‘রংরাজত্ব’

আসাদুজ্জামান নূর : ছোটবেলা থেকেই আঁকাআঁকির প্রতি নেশা ছিল জুবাইদা খাতুন তন্বীর। ক্লাসের ফাঁকে, মন খারাপ থাকলে বা বোরিং লাগলে ছবি আঁকতেন তিনি। কারও ঘরের ওয়ালমেট, পরনের বাহারি পোশাক ইত্যাদি দেখেই এঁকে ফেলতেন হুবহু। এই আঁকাআঁকির প্রতিভাকে কাজে লাগিয়েই হয়েছেন ক্ষুদ্র উদ্যোক্তা। তুলির খোঁচায় পরিধেয় পোশাকে বাহারি নকশা, ছবি, ফুল

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

জোরালো হচ্ছে সরকারি চাকরিতে ‘বয়সসীমা’ বাড়ানোর দাবি

জোরালো হচ্ছে সরকারি চাকরিতে ‘বয়সসীমা’ বাড়ানোর দাবি

সানশাইন ডেস্ক : সর্বশেষ ১৯৯১ সালে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হয়। এরপর অবসরের বয়স বাড়ানো হলেও প্রবেশের বয়স আর বাড়েনি। বেকারত্ব বেড়ে যাওয়া, সেশনজট, নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা, অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। তবে এ বিষয়ে উদ্যোগ নেয়নি

বিস্তারিত