Daily Sunshine

রাজশাহী বিভাগে করোনায় মৃত বেড়ে ১৬৭

Share

সানশাইন ডেস্ক : রাজশাহী বিভাগে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৬৭ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ মঙ্গলবার বিভাগের নওগাঁ ও বগুড়ায় একজন করে কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রাজশাহী বিভাগের মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ১০২ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া রাজশাহীতে ২৩ জন, চাঁপাইনবাবগঞ্জে পাঁচজন, নওগাঁয় ১৫ জন, নাটোরে একজন, জয়পুরহাটে দুইজন, সিরাজগঞ্জে ১১ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।

মঙ্গলবার বিভাগে নতুন ২৯৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ২৯০ জন। এ পর্যন্ত বিভাগে ১২ হাজার ৩৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৮২ জন।

সানশাইন/২৯ জুলাই/এমওআর

জুলাই ২৯
১৪:৫২ ২০২০

আরও খবর