Daily Sunshine

করোনা পরীক্ষা করালে পাবেন ৩০০ ডলার, পজিটিভে দেড় হাজার

Share

সানশাইন ডেস্ক : অস্ট্রেলিয়ায় ফের করোনা সংক্রমণ বেড়ে গেছে, বাড়ছে মৃত্যুও। দেশটির ভিক্টোরিয়া রাজ্যে দুই সপ্তাহে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। নতুন করে এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বেশি বেশি পরীক্ষার প্রয়োজন মনে করছেন রাজ্যের প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুস। নাগরিকদের পরীক্ষায় উৎসাহিত করতে অভিনব উদ্যোগ নিলেন তিনি।

এবিসি ডট নেট অস্ট্রেলিয়া বলছে, ভিক্টোরিয়ার বাসিন্দারা করোনা টেস্ট করালে তাদের দেওয়া হবে ৩০০ অস্ট্রেলিয়ান ডলার এবং টেস্টের ফল পাওয়া পর্যন্ত তাদের থাকতে হবে আইসোলেশনে। আর পজিটিভ হলে পাবেন আরও ১৫০০ ডলার। এসব অর্থ দেওয়া সরকারি তহবিল থেকে।

তবে শর্ত থাকতে আছে, এই অর্থ পেতে চাকরিজীবী হতে হবে এবং হাতে ছুটি থাকা চলবে না। এজন্য সরকারের কাছে বেতল স্লিপ দেখাতে হবে নয়তো মুচলেকা দিতে হবে। নগদ অর্থ প্রদান করোনার সংক্রমণ রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মনে করছেন অ্যান্ড্রুস। তার দাবি, অনেকের করোনার লক্ষণ থাকলেও তারা আইসোলেশনে থাকছেন না কিংবা পরীক্ষা করাচ্ছেন না।

এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে ভিক্টোরিয়া প্রধান বলেছেন, অনেক চাকরিজীবী ছুটি না থাকায় লক্ষণ থাকলেও করোনা পরীক্ষা করাচ্ছেন না কিংবা আইসোলেশনে থাকছেন না। কারণ ছুটি নেই বলে বেতন কাটার ভয় তাদের মনে। এজন্যই সরকার চাকরিজীবীদের মধ্যে পরীক্ষার হার বাড়াতে এই উদ্যোগ নিয়েছে।

গত ৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত তিন হাজার আটশ জনের বেশি লোকের পজিটিভ হয়েছে এবং তাদের ৯০ শতাংশই লক্ষণ দেখার পর টেস্টের ফল না পাওয়া পর্যন্ত আইসোলেশনে ছিলেন না।

সানশাইন/২৪ জুলাই/ রোজি

জুলাই ২৪
১৯:২৯ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

রাজশাহীর রেশম শিল্পেও করোনার থাবা

রাজশাহীর রেশম শিল্পেও করোনার থাবা

স্টাফ রিপোর্টার : চলমান করনোকালে চরম অস্তিত্ব সংকটে রাজশাহীর রেশম শিল্প। বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারণে ধুঁকে ধুঁকে চলা এ শিল্পখাত আরো অস্তিত্ব সংকটে পড়েছে। করোনা ভাইরাসের কারণে গত দুই মাসের লকডাউনে কোটি কোটি টাকার লোকসানে পড়েছে সিল্কের তৈরি পোশাকখাত। এখন সিল্কের তৈরি পোশাকের শো-রুম খোলা থাকলেও বেচাবিক্রি নেমে এসেছে

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

সরকারি চাকরিতে আরও বেড়েছে ফাঁকা পদ

সরকারি চাকরিতে আরও বেড়েছে ফাঁকা পদ

সানশাইন ডেস্ক : করোনাভাইরাস মহামারীর মধ্যে সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় বেড়েছে চাকরিপ্রার্থীর সংখ্যা, সঙ্গে ফাঁকা পদের সংখ্যাও বাড়ছে। সরকারি চাকরিতে এখন তিন লাখ ৮৭ হাজার ৩৩৮টি পদ ফাঁকা পড়ে আছে, যা মোট পদের ২১ দশমিক ২৭ শতাংশ। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলছেন, অগাস্ট মাসে কোভিড-১৯ সংক্রমণ কমে আসবে

বিস্তারিত