Daily Sunshine

করোনা সন্দেহে বাবাকে ফেলে গেলেন একমাত্র ছেলে

Share

সানশাইন ডস্কে ; করোনা সন্দেহে ৬০ বছর বয়সের বৃদ্ধ বাবাকে পৌর বাস টার্মিনালের পরিত্যক্ত জায়গায় ফেলে গেছেন তার একমাত্র ছেলে। এ ঘটনা ঘটেছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া পৌর শহরে।

সোমবার (১৩ জুলাই) রাতে বৃদ্ধ ছোবাহান আলীর শ্বাসকষ্ট দেখা দেয়ায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তার একমাত্র ছেলে নজরুল ইসলাম এ কাণ্ড ঘটান বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়- ফেলে যাবার সময় নজরুল তার বাবাকে বলেন, ‘বাবা তুমি এখানে এক রাত থাকো। কাল এসে তোমাকে নিয়ে যাব। ‘ এই মিথ্যা আশ্বাস দিয়ে নজরুল ইসলাম তার বাবাকে ফেলে পালিয়ে যায়।

এ ঘটনা জানতে পেরে রাত সাড়ে ১২ টার দিকে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাশ ও উপ-পরিদর্শক নুরে আলম সিদ্দিকী সেই বৃদ্ধকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং তার খাবার দাবার ও চিকিৎসা নিশ্চিত করেন।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক নুরে আলম সিদ্দিকী বলেন, ‘বিষয়টা খুবই দুঃখজনক, একটা ছেলে বাবাকে রাতের আঁধারে পরিত্যক্ত জায়গায় ফেলে যেতে পারে এটা কখনো ভাবা যায়না। কীভাবে বাবার সঙ্গে তার ছেলে এমন অমানবিক আচরণ করলেন। পুলিশ উদ্ধার না করলে রাতের বেলা হয়তো ওই অসুস্থ বৃদ্ধের বড় ক্ষতি হতে পারতো। ‘

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ছোবাহান আলীকে আইসোলেশনে রাখা হয়েছে। আজ মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করা হবে।

সানশাইন/১৪জুলাই/এমইউ

জুলাই ১৪
১৩:৫৪ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

রাজশাহীর রেশম শিল্পেও করোনার থাবা

রাজশাহীর রেশম শিল্পেও করোনার থাবা

স্টাফ রিপোর্টার : চলমান করনোকালে চরম অস্তিত্ব সংকটে রাজশাহীর রেশম শিল্প। বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারণে ধুঁকে ধুঁকে চলা এ শিল্পখাত আরো অস্তিত্ব সংকটে পড়েছে। করোনা ভাইরাসের কারণে গত দুই মাসের লকডাউনে কোটি কোটি টাকার লোকসানে পড়েছে সিল্কের তৈরি পোশাকখাত। এখন সিল্কের তৈরি পোশাকের শো-রুম খোলা থাকলেও বেচাবিক্রি নেমে এসেছে

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

সরকারি চাকরিতে আরও বেড়েছে ফাঁকা পদ

সরকারি চাকরিতে আরও বেড়েছে ফাঁকা পদ

সানশাইন ডেস্ক : করোনাভাইরাস মহামারীর মধ্যে সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় বেড়েছে চাকরিপ্রার্থীর সংখ্যা, সঙ্গে ফাঁকা পদের সংখ্যাও বাড়ছে। সরকারি চাকরিতে এখন তিন লাখ ৮৭ হাজার ৩৩৮টি পদ ফাঁকা পড়ে আছে, যা মোট পদের ২১ দশমিক ২৭ শতাংশ। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলছেন, অগাস্ট মাসে কোভিড-১৯ সংক্রমণ কমে আসবে

বিস্তারিত