Daily Sunshine

মুম্বাই ছেড়েছেন সুশান্তের নায়িকা

Share

সানশাইন ডেস্ক : বেদনাসিক্ত মন নিয়ে মুম্বাই ছেড়ে গেলেন সানজানা সঙ্গী। প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের শেষ ছবির নায়িকা, দিল্লিতে তাঁর বাড়ি। যাওয়ার সময় রঙিন শহর মুম্বাইকে বলে গেলেন, হয়তো ফিরবেন, হয়তো ফিরবেন না। সুশান্তের মৃত্যুর পর কালো মেঘে ছেয়ে গেছে রঙিন মুম্বাই, এমনকি সানজানার মনটাও।

মাস্কে মুখ ঢেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সানজানা লিখেছেন, ‘বিদায় মুম্বাই। চার মাস পর আবার দেখা হবে। দিল্লি ফিরছি। তোমার পথঘাট বদলে গেছে, ফাঁকা ফাঁকা লাগছে। হয়তো অন্তর্গত বেদনায় আমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে, নয়তো তুমিও কষ্টে আছ। হয়তো শিগগিরই দেখা হবে, হয়তো হবে না।’
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় সানজানা। বেশ কিছু বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন তিনি। ২০১১ সালে রণবীর কাপুর ও নার্গিস ফাকরির সহশিল্পী হিসেবে ‘রকস্টার’ ছবিটি দিয়ে বলিউডে তাঁর অভিষেক। তবে প্রধান নারী চরিত্রে কাজ করার সুযোগ পান সুশান্তের সঙ্গে ‘দিল বেচারা’ ছবিতে। কিন্তু উদযাপন করা হলো না।

সুশান্ত চলে যাওয়ার পর বুক ভেঙে গিয়েছিল সানজানার। প্রথম নায়ক বলে কথা! লিখেছিলেন, ‘সময় সব ক্ষত সারিয়ে তোলে, কথা যারা বলে, ভুল বলে। কখনো কখনো মনে হয়, বুক চিড়ে রক্তক্ষরণ হচ্ছে। নায়কের উদ্দেশে লিখেছিলেন, ‘যাদের রেখে চলে গেলে, তারা কখনো বুঝব না, আমরা কাকে হারালাম।’
২৪ জুলাই ডিজনি ও হটস্টারে মুক্তি পাচ্ছে সানজানা ও সুশান্তের ছবিটি। সুশান্তের ভক্তদের দাবি, ছবিটা প্রেক্ষাগৃহে আসুক। বলিউডের প্রত্যাশা, সানজানা মুম্বাইতে ফিরে আসুক। সূত্র: এনডিটিভি

সানশাইন/০৮ জুলাই/ রোজি

জুলাই ০৮
২০:৪৫ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

দুই নেতার শীতল যুদ্ধে বিএনপিতে বিভক্তি!

দুই নেতার শীতল যুদ্ধে বিএনপিতে বিভক্তি!

সানশাইন ডেস্ক : দলে প্রভাব বিস্তার, সিদ্ধান্ত গ্রহণে দ্বিমুখিতা, প্রাত্যহিক কার্যক্রমে সমন্বয়হীনতাসহ সাংগঠনিক দ্বন্দ্বে বিএনপিতে বিভক্তি সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নেতারা পরস্পরের সঙ্গে জড়িয়ে পড়ছেন শীতল যুদ্ধে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশ পাশ কাটিয়ে বিশেষ ক্ষমতাবলে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ নিজের মতো করে দলের

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

বিশেষ বিসিএসে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ

বিশেষ বিসিএসে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ

সানশাইন ডেস্ক : সংকট মোকাবিলায় নতুন করে বিশেষ বিসিএসের মাধ্যমে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ দিচ্ছে সরকার। এজন্য বিসিএস নিয়োগবিধি সংশোধন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন সোমবার (২৭ জুলাই) বাংলানিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, নতুন করে বিশেষ

বিস্তারিত