Daily Sunshine

রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় আরো ৪৭৫ জনের করোনা শনাক্ত

Share

সানশাইন ডেস্ক : রাজশাহী বিভাগে নতুন আরও ৪৭৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বৃহস্পতিবার (০২ জুলাই) তারা শনাক্ত হন। এ দিন সুস্থ হয়েছেন বিভাগের ১০৭ জন করোনা রোগী।

শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার বিভাগে দুইজন মারাও গেছেন করোনায়। এদের একজনের বাড়ি নওগাঁ। অন্যজন বগুড়ার বাসিন্দা। বৃহস্পতিবার পর্যন্ত বিভাগে ৮৭ জন প্রাণ হারিয়েছেন করোনায়। এর মধ্যে ৫৪ জনই বগুড়ার বাসিন্দা। রাজশাহীতে ৯, নওগাঁয় ৭, নাটোরে ১, সিরাজগঞ্জে ৮ এবং পাবনায় ৮ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার নতুন শনাক্ত হওয়া ৪৭৫ জন কোভিড-১৯ রোগীর মধ্যে ১২৫ জনই রাজশাহীর বাসিন্দা। আগের দিন রাজশাহীতে ১০৬ জন শনাক্ত হয়েছিলেন। বৃহস্পতিবার বগুড়ায় ১৪৭, সিরাজগঞ্জে ৩৭, নাটোরে ২৯, পাবনায় ১, নওগাঁয় এবং জয়পুরহাটে ৪৮ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

গোটা বিভাগে এখন আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৩৭৩ জন। এর মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ৩ হাজার ১৯৯ জন শনাক্ত হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা রাজশাহীতে ৯১০ জন। চাঁপাইনবাবগঞ্জে ১০১ জন, নওগাঁয় ৫৪০ জন, নাটোরে ২১৫ জন, জয়পুরহাটে ৪২৯ জন, সিরাজগঞ্জে ৫৩১ জন এবং পাবনায় ৪৪৮ জন শনাক্ত হয়েছেন। বিভাগে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৭৯ জন।

এর মধ্যে বৃহস্পতিবার করোনামুক্ত হয়েছেন ১০৭ জন। এদের মধ্যে ৪৩ জন বগুড়ার বাসিন্দা। এছাড়া রাজশাহীর ৩১ জন, নাটোরের ২ জন, নওগাঁর ২১ জন, জয়পুরহাটের ৭ জন এবং পাবনার ৩ জন করোনামুক্ত হয়েছেন।

এ পর্যন্ত বিভাগের মধ্যে রাজশাহীতে ১৪৫, চাঁপাইনবাবগঞ্জে ৬১, নওগাঁয় ৩০৫, নাটোরে ৬৬, জয়পুরহাটে ১৫১, বগুড়ায় ৮৪৫, সিরাজগঞ্জে ৬৫ এবং পাবনায় ১৪১ জন সুস্থ হয়েছেন। গোটা বিভাগে এখনও হাসপাতালে আছেন ৫৯৩ জন। বাকি কোভিড-১৯ রোগীরা বাড়িতেই আছেন আইসোলেশনে।

সানশাইন/০৩ জুলাই/এমওআর

জুলাই ০৩
১৪:৩৬ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

দুই নেতার শীতল যুদ্ধে বিএনপিতে বিভক্তি!

দুই নেতার শীতল যুদ্ধে বিএনপিতে বিভক্তি!

সানশাইন ডেস্ক : দলে প্রভাব বিস্তার, সিদ্ধান্ত গ্রহণে দ্বিমুখিতা, প্রাত্যহিক কার্যক্রমে সমন্বয়হীনতাসহ সাংগঠনিক দ্বন্দ্বে বিএনপিতে বিভক্তি সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নেতারা পরস্পরের সঙ্গে জড়িয়ে পড়ছেন শীতল যুদ্ধে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশ পাশ কাটিয়ে বিশেষ ক্ষমতাবলে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ নিজের মতো করে দলের

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

বিশেষ বিসিএসে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ

বিশেষ বিসিএসে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ

সানশাইন ডেস্ক : সংকট মোকাবিলায় নতুন করে বিশেষ বিসিএসের মাধ্যমে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ দিচ্ছে সরকার। এজন্য বিসিএস নিয়োগবিধি সংশোধন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন সোমবার (২৭ জুলাই) বাংলানিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, নতুন করে বিশেষ

বিস্তারিত