সর্বশেষ সংবাদ :

রামেক হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবদুল লতিফ (৩৯) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি মারা যান। শনিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এতথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া লতিফ রাজশাহীর বাঘা উপজেলার বিনোদপুর পারসাওতা গ্রামের বাসিন্দা ছিলেন। চারঘাট উপজেলার রাওথা ডিগ্রি কলেজের করণিক পদে চাকরি করতেন।
রমেক পরিচালবক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ জানান, তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন আবদুল লতিফ। গত বৃহস্পতিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। শারীরিক অবস্থায় খারাপ থাকায় শুক্রবার দুপুরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মারা যান। এই রোগী রাজশাহীতেই স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।
চলতি বছর ডেঙ্গুতে রামেক হাসপাতালে ১৭ জন রোগীর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ২১০ জন রোগী। এদের মধ্যে ৩ হাজার ১২ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ১৮১ জন হাসপাতালে ভর্তি আছেন। এরমধ্যে ১৭৭ জনই স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত। রামেক হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৯ জন। ছাড়পত্র পেয়েছেন ৩৬ জন।


প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৩ | সময়: ৫:৩৫ পূর্বাহ্ণ | সুমন শেখ