
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন বলে জানিয়েছেন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।
মঙ্গলবার রাজধানীর কাকরাইলস্থ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এরশাদের সুস্থতা কামনায় জাতীয় যুবসংহতির মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ক্রমেই সুস্থ হয়ে উঠছেন এরশাদ। হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক জটিলতা দ্রুতই কেটে যাচ্ছে। আশা করি, তিনি অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- যুবসংহতির সভাপতি আলমগীর শিকদার লোটন। দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি।
সানশাইন অনলাইন/এন এ