রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের ১নং ওর্য়াড সিন্দুরী গ্রামে হিফজুল কোরআন, আযান, নাশীদ প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সিন্দুরী মাদরাসা ময়দান প্রাঙ্গণে কুরআনের পথে উদীপ্ত তরুণ সংঘ আয়োজিত ৫ম বার্ষিক হিফজুল কুরআন, আযান, নাশীদ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী রাজশাহী জেলা আমীর অধ্যাপক মো: আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়েত ইসলামীর রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এর মনোনিত এমপি পদপ্রার্থী অধ্যাপক মো: আবুল কালাম আজাদ।
উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল কালাম আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক, মোহনপুর উপজেলা আমীর মাওলানা অধ্যাপক আব্দুল আওয়াল, উপজেলা সেক্রেটারি আব্দুল গফুর বৃধাসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।