সর্বশেষ সংবাদ :

শরিফুলের ভয়ংকর রূপ : ১০ ওভারে ৫০ ডট বল, ১৪ রানে নিলেন ৪ উইকেট

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলে জায়গা হয়নি। অপ্রত্যাশিতভাবেই তাকে আড়াল হতে হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে। দলে ফেরার জেদ থেকেই ঢাকা প্রিমিয়ার লিগে উজার করে দেওয়ার পরিকল্পনা ছিল। সেই জেদ থেকে ভয়ংকর রূপে হাজির হলেন প্রথম ম্যাচে।
লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে বাঁহাতি পেসার কারিশমা দেখালেন। ১০ ওভার বোলিং করে দিলেন মাত্র ১৪ রান। যেখানে ডট বলই ছিল ৫০টি। উইকেট পেয়েছেন ৪টি। ১টি উইকেটের জন্য ফাইফার পাননি। নয়তো নিশ্চিতভাবেই পূর্ণতা পেত তার দুর্দান্ত বোলিং।
তাতে আক্ষেপ থাকার কথা না। তার দল জিতেছে অনায়েসে। বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে মাত্র ৯৩ রানে অলআউট করে লিজেন্ডস অব রূপগঞ্জ। ৩৮.৫ ওভারে তারা গুটিয়ে যায়। জবাব দিতে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ কোনো উইকেট না হারিয়ে ম্যাচ জিতে নেয় ১৩.৫ ওভারে।
তাদের জয়ের নায়ক শরিফুল। নতুন বলে শুরুতেই নিজের চেনা রূপে হাজির হন তিনি। ম্যাচের প্রথম বলে উইকেটের স্বাদ পান। তার ইনসুইং ডেলিভারীতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক এনামুল হক বিজয় ক্যাচ দেন উইকেটের পেছনে। যদিও আউট নিয়ে প্রবল অসন্তুষ্ট ছিলেন এনামুল। আম্পায়ারকে ড্রেসিংরুমে যাওয়ার পথে দেখাচ্ছিলেন বল তার থাই প্যাডে স্পর্শ করেছে।
প্রথম ওভারের পঞ্চম বলে শরিফুল দ্বিতীয় উইকেট পান। এবার আউটসুইং ডেলিভারীতে উইকেটের পেছনে ক্যাচ দেন সালমান হোসেন ইমন। দ্বিতীয় ওভারে আসে জোড়া সাফ্যল। আমিনুল ইসলাম বিপ্লব ও শেখ পারভেজ হোসেন জীবনকে তিন বলের ব্যবধানে বোল্ড করেন শরিফুল।
শুরুর দুই ওভারেই শরিফুলের পকেটে ৪ উইকেট। শুরুর ওই দাপট শরিফুল ধরে রেখেছিলেন পরবর্তী ওভারগুলোতেও। কিন্তু উইকেটের স্বাদ পাননি। অবশ্য তার সতীর্থরাও ছিলেন দারুণ। বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ২৩ রানে ৩ উইকেট নেন। ১টি করে উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব ও সাইফ হাসান। তাতে শতরানের আগেই গুটিয়ে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের ইনিংস।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সাইফ হাসানের ২৭ ও তানজিদ হাসান তামিমের ৬৫ রানে সহজেই জয় নিশ্চিত হয় লিজেন্ডস অব রূপগঞ্জের। তানজিদ ৪৬ বলে ১০ চার ও ২ ছক্কায় ৬৫ রান করেন। সাইফ ৩৮ বলে ৫ চারে সাজান ২৭ রানের ইনিংস।


প্রকাশিত: মার্চ ৫, ২০২৫ | সময়: ৬:২০ পূর্বাহ্ণ | সুমন শেখ