রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
আত্রাই প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নিউ মার্কেটের নিচতলায় ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুর ১২ টায় এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দুধ, ডিম, ছোলা, তেল, মুড়ি, চিড়া, মাংস, চিনিসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
উদ্বোধন পরবর্তী সময়ে দোকানে ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। ন্যায্য মূল্যে এসব পণ্য কিনতে পেরে ক্রেতারা তাদের সন্তোষ ও স্বস্তির কথা প্রকাশ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। তিনি বলেন, ‘পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। আমরা চাই, সবাই যেন ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারেন এবং রমজানের পবিত্রতা অক্ষুণ্ন রাখতে পারেন।’সেজন্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় আত্রাই উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের সহযোগিতায় সুলভ মূল্যে ন্যায্যমূল্যের দোকান থেকে পণ্য বিক্রির আয়োজন করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রধানদের নিয়মিত বাজার মনিটরিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে রমজান মাসে সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ ও সাশ্রয়ী করার পাশাপাশি বাজার নিয়ন্ত্রনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করি।
এসময় অন্যদের মধ্যে ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার নাসির উদ্দিন, উপজেলা ছাত্র সমন্বয়ক তারেক আহমেদ সম্রাট, সহকারী প্রশাসনিক অফিসার আহসান হাবিব নাঈম সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, সংবাদকর্মী ও স্থানীয় সুধীজন।