রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
মোঃ রাজন আহমেদ (ডিজিটাল):
শলুয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড ফতেপুর বালুদিয়াড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বালুদিয়াড় দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৪নং শলুয়া ইউনিয়নের বিএনপির সভাপতি গোলাম মোস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা বিএনপি সভাপতি মো. জাকিরুল ইসলাম বিকুল, চারঘাট উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. রাফিকুল ইসলাম, চারঘাট উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ-সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্মরণ সভার শেষ পর্যায়ে মরহুম নাজিম উদ্দিন (ফাকু), ফজলুর রহমান ও মোফাজ্জল হোসেন (মফা)-এর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা তাঁদের বিদেহী নেতাদের স্মরণ করে তাঁদের আত্মার শান্তি কামনা করেন। এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।
উক্ত দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। মোনাজাতে তাঁদের বিদেহী নেতাদের আত্মার শান্তি কামনা, দেশের কল্যাণ, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করা হয়।
সানশাইন/রাজন