রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার:
বিশ্ববিখ্যাত স্কিনকেয়ার ব্র্যান্ড ভ্যাসলিন সম্প্রতি তাদের নতুন পণ্য ‘ভ্যাসলিন গ্লুটা হায়া সিরাম ইন লোশন’ লঞ্চ করেছে। গত ২৬ ফেব্রুয়ারি ঢাকার অভিজাত আলোকি কনভেনশন সেন্টারে জমকালো এক ইভেন্টের মাধ্যমে এই পণ্যটি উন্মোচন করা হয়। ইউনিলিভার বাংলাদেশের স্কিনকেয়ার বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই লঞ্চিং ইভেন্টের হোস্ট ছিলেন দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম তারকা ও কোরিওগ্রাফার আজরা মাহমুদ।
আজরা মাহমুদের প্রাণবন্ত উপস্থাপনায় গ্লো সিটি ইভেন্টটি হয়ে ওঠে আরও মনোমুগ্ধকর। সাধারণত লোশনকে শীতকালে ব্যবহারযোগ্য বলে মনে করা হয়, তবে ভ্যাসলিনের নতুন পণ্য গ্লুটা হায়া সিরাম ইন লোশন সব ধরনের আবহাওয়ায় এবং সারাবছর ত্বককে ময়েশ্চারাইজড ও গ্লোয়িং রাখতে সাহায্য করবে। এই লোশনটির বিশেষ উপাদানগুলি ত্বকের আদ্রতা ধরে রাখে এবং ত্বককে আরও উজ্জ্বল ও সুন্দর করে তোলে।
ভ্যাসলিনের এই প্রিমিয়াম পণ্যটি ত্বকের প্রতি যত্নশীল কনজিউমারদের জন্য তৈরি। এতে থাকা শক্তিশালী উপাদানগুলি ত্বকের গভীরে কাজ করে ময়েশ্চার লক করে এবং উজ্জ্বলতা বাড়ায়। গরম হোক বা শীত, এটি ত্বককে হাইড্রেটেড রাখে এবং উজ্জ্বলতা বাড়ায়।
নতুন গ্লুটা হায়া সিরাম ইন লোশনের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে: ডিউই রেডিয়েন্স ও ফ্ললেস গ্লো। ডিউই রেডিয়েন্সে গ্লুটা গ্লো, হায়ালুরন, এবং নায়াসিনামাইড রয়েছে, যা ত্বককে ময়েশ্চারাইজ করে ইনস্ট্যান্ট উজ্জ্বলতা দেয়। অন্যদিকে ফ্ললেস গ্লো ভ্যারিয়েন্টে গ্লুটাথিওন, হায়ালুরন, এবং প্রো-রেটিনল রয়েছে, যা ত্বকের দাগ কমিয়ে উজ্জ্বলতা বৃদ্ধি করে।
ইভেন্টটির প্রধান আকর্ষণ ছিল তার বিভিন্ন ইন্টারেক্টিভ জোন, যেখানে অতিথিরা প্রোডাক্টটি ব্যবহার করে তার ইন্সট্যান্ট রেজাল্ট দেখতে পেতেন এবং মতামত শেয়ার করতেন। এছাড়া ছিল গ্লো ক্যাফে, গ্লো ফ্রেম, গ্লো রানওয়ে, এবং শ্যাম্পেইন ও রোজ গোল্ডের আবহে পুরো ইভেন্টটি ছিল ইনস্টা-ফ্রেন্ডলি। এই ইভেন্টটি ছিল সেলিব্রিটি ও বিউটি ইনফ্লুয়েন্সারদের মিলনমেলা, যেখানে জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্বরা অংশ নিয়ে ভ্যাসলিন গ্লুটা হায়া সিরাম-ইন লোশনের প্রশংসা করেন।
ইভেন্টে অতিথিরা নতুন প্রোডাক্টের অভিজ্ঞতা লাভ করার পাশাপাশি এক্সক্লুসিভ গুডি ব্যাগও পেয়েছিলেন, যা ছিল ভ্যাসলিন গ্লুটা হায়ার বিশেষ গিফট প্যাক। অনুষ্ঠানের শেষে হোস্ট আজরা মাহমুদ ইউনিলিভার বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে চমকপ্রদ মোড়ক উন্মোচন ইভেন্টটি সমাপ্ত করেন।
সানশাইন/রাজ