শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাঘা: মহামান্য হাইকোর্ট থেকে জামিন পাওয়ার ২৮ দিন পর রাজশাহী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে এসে এবার আটক হয়েছেন বাঘার তিন চেয়ারম্যান সহ ৮ জন আ’লীগ নেতা-কর্মী। মঙ্গলবার দুপুরে আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। অপর দিকে বাঘা থানা পুলিশ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল হোসেনকে বাঘার আশরাফপুর এলাকা থেকে আটক করেছেন।
বাঘা উপজেলা আ’লীগের নেতা-কর্মীরা জানান, দেশের চলমান প্রেক্ষাপটে দায়েরকৃত মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার ২৮ দিন পর মঙ্গলবার দুপুরে রাজশাহী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে যান বাঘা উপজেলার মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম ও সাবেক চকরাজাপুর ইউপি চেয়ারম্যান আজিজুল আযম এবং আলীগ নেতা মুক্তার আলী ও যুবলীগ নেতা কবির, জহুরুল-সহ মোট ৮ জন। এ সময় আদালতের বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
এদিকে বাঘা থানা পুলিশের একজন মুখপাত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলার আশরাফপুর এলাকা থেকে বাঘা উপজেলা ছাত্র লীগের ত্যাগী নেতা ও সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান জানান, নাজমুল হোসেনের নামে থানায় তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় জামিন নিলেও একটি (বিস্ফোরক) মামলায় সে পলাতক ছিলো। আমরা সেই মামলায় তাকে আটক করেছি।