শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে গণতন্ত্র উৎসব (যুব ক্যাম্পেইন) উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের বেলেপুকুরে অবস্থিত ডেমক্রেসিওয়াচ অফিস কক্ষে প্রেস কনফারেন্সে বক্তব্য দেন আস্থা নাগরিক প্লাটফর্মেও সভাপতি শাহ আলম।
এসময় উপস্থিত ছিলেন, ক্লাস্টার কো-অর্ডিনেটর মহিউদ্দিন মইন, জেলা সমন্বয়কারী রেজাউল করিম, মনিটরিং এন্ড রিপোটিং কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম, রংপুর জেলা সমন্বয়কারী নাছিমা বেগম, আস্থা প্রকল্পের এসএফও নাদিমা বেগমসহ অন্যরা।
ডেমক্রেসিওয়াচের সহযোগিতায় প্রেস কনফারেন্সের আয়োজন করে আস্থা-নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরাম।
উল্লেখ্য, গণতন্ত্র উৎসব উপলক্ষে মঙ্গলবার নবাবগগঞ্জ সরকারি কলেজ মাঠে শান্ত্রি, সম্প্রীতি ও গণতান্ত্রিক চর্চার লক্ষ্যে উৎসব (যুব ক্যাম্পেইন) অনুষ্ঠিত হবে। সকাল ৯ টায় বর্ণাট্য র্যালি, সাড়ে ৯ টায় গণতন্ত্র উৎসব উদ্বোধনী পর্ব ও আলোচনা সভা এবং স্টল পরিদর্শন, সাড়ে ১১ টায় সম্মিলিতভাবে যুবদের শপথ, ১১ টা ৪০ মিনিটে যুবদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, দুপুর ১২ টায় ক্রীড়া প্রতিযোগিতা, দুপুর ২ টায় গণতন্ত্র প্রতিষ্ঠাকরণে যুবদের ভূমিকা শীর্ষক সেমিনার, বিকেল ৩ টায় নতুন ভোটারদের ভোট প্রদানে উৎসাহ প্রদান এবং নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে জানানোর জন্য মক ভোটিং পরে পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আস্থা-যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্মের সহযোগিতায় গণতন্ত্র উৎসবের বাস্তবায়ন করছে ডেমক্রেসিওয়াচ।
গণতন্ত্র উৎসব (যুব ক্যাম্পেইন) এর উদ্দেশ্য হচ্ছে শান্তি, সম্প্রীতি, অহিংস সমাজ গঠন ও গণতন্ত্রেও চর্চার বিষয়বস্তুকে কেন্দ্র করে একটি সচেতনতা ক্যাম্পেইন আয়োজনের মাধ্যমে যুব-তরুণদের, আদিবাসী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সংবেদনশীল করার উদ্দেশ্যে ক্যাম্পেইনের মাধ্যমে প্রচারণ ও সচেতনতা গড়ে তোলা।