ই-পেপার

অহংকারের একুশে

সানশাইন ডেস্ক : একুশ বাঙালি জাতির এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের নাম। একুশ বাঙালি জাতির চেতনার প্রেরণা নাম। একুশ বাঙালির দামাল ছেলেদের ভাষার জন্য রক্ত দেয়ার ইতিহাসের নাম। একুশে ফেব্রুয়ারি কিংবা ৮ ফাল্গুন যেই তারিখই বলুন সেই দিন মাতৃভাষা বাংলার জন্য বাংলা মায়ের দামাল ছেলেদের তাজা রক্তে ঢাকার পিচঢালা পথ রঞ্জিত হয়েছিল। প্রতিষ্ঠিত হয়েছিল রাষ্ট্রভাষা বাংলা। একুশে ফেব্রুয়ারি এখন শুধু আর আমাদের নয়। আন্তজাির্তক মাতৃভাষা দিবস এখন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫ | সময়: ৬:৪৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর