শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে দখলবাজি, চাঁদাবাজি, দুর্নীতি ও টেন্ডারবাজিসহ সকল নৈরাজ্যের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নগরীর শাহ মখদুম ও চন্দ্রিমা থানা বিএনপির নেতাকর্মীরা। সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর রেলগেটে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শুরু করে মিছিলটি পানি উন্নয়ন বোর্ডের সামনে গিয়ে সমাপ্ত হয়। এসময় বিক্ষোভ সমাবেশ পালন করে নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে শাহ মখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানা বিএনপির আহবায়ক ফাইজুল হক ফাহি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান।
চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনির সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক।
এছাড়াও রাজশাহী মহানগর যুবদলের দপ্তর সম্পাদক এএইচএম মাহমুদ তন্ময়, মহানগর যুবদলের সদস্য আক্তারুল হাসান অপু, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অভি আহমেদ, স্বেচ্ছাসেবক নেতা জাহিদ বাবু মমিন, বাঁধন, যুবনেতা সাইফুল, টোকন, মুইন প্রমূখ উপস্থিত ছিলেন।