ই-পেপার

পবায় বিএনপি’র ৩১ দফা রুপরেখা জনগণকে অবহিত করার লক্ষ্যে পথসভা ও লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগসহ পথসভা করছেন- রাজশাহী জেলা বিএনপি’র সদস্য ও জেলা ছাত্রদলের (সাবেক) সভাপতি মো. রায়হানুল আলম রায়হান।
সেই লক্ষ্যে সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নওহাটা বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে পথসভা শেষে লিফলেট বিতরণ করেছেন তিনি। পথসভা শেষে বিএনপির ৩১ দফার গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করে জেলা বিএনপি’র সদস্য মো. রায়হানুল আলম রায়হান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যে ৩১ দফা কর্মসূচি দিয়েছে, তা বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় একটি সুসংহত ও সময়োপযোগী নীতিমালা হিসেবে পরিগণিত হবে। এই প্রস্তাবনায় গণতন্ত্রের বর্তমান সংকট নিরসন এবং ভবিষ্যৎ সম্ভাবনাগুলো নিয়ে একটি সুস্পষ্ট দিকনির্দেশনা তুলে ধরা হয়েছে। এটি গণতন্ত্রকে সুসংহত করতে পারে ও দেশের সার্বিক অগ্রগতিতে ভূমিকা রাখতে সক্ষম।
বিএনপি’র ৩১ দফা সংস্কার প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রীতিমূলক ‘ রেইনবো নেশন’ (সমন্বিত রাষ্ট্রসত্তা) প্রতিষ্ঠা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন, নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনঃপ্রবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ, সংস্কার প্রস্তাবে আইন সভায় উচ্চ কক্ষের প্রবর্তন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, নির্বাচন কমিশন ও নির্বাচনব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন প্রভৃতি।
পথসভা ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আলী হোসেন, যুগ্ম সদস্য সচিব শাহাদত হোসেন সরকার, বড়গাছী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান সোহেল রানা, রাজশাহী জেলা স্বেচ্চাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহেল রানা হিটলার, জেলা তরুন দলের সাধারণ সম্পাদক জুয়েল রানা, পবা উপজেলা শ্রমিক দল সদস্য সচিব গাজলুর রহমান, পবা উপজেলা কৃষকদল যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা প্রজন্ম ৭১’দলের সদস্য সচিব মিলন হোসেন, বড়গাছী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম, বিএনপি নেতা সাদরুল ইসলাম, সেন্টু কুমার সাহা, বেলাল হোসেন, হুরমত আলী, অধ্যক্ষ আসলাম, রিয়াজ উদ্দিন, তরিকুল ইসলাম চুন্নু, কৃষকদল নেতা রবিউল ইসলাম, নুর মোহাম্মদ খান, আল-আমিন, টুটন, মোস্তফা, তোতা, মুনতাজ, মনোয়ার হোসেন মনা প্রমুখ।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫ | সময়: ৬:৪২ পূর্বাহ্ণ | সুমন শেখ