মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২৫ উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে পিঠা মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ ও শিক্ষার্থীদের আয়োজনে কলেজের মাঠ প্রাঙ্গনে সোমবার দিনভর চলা এই পিঠা উৎসবে কলেজের শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন অতিথি ও দর্শনার্থীদের আগমনে মেলাজুড়ে দেখা দিয়েছে উপচে পড়া ভিড়।
এই পিঠা উৎসবে অংশ নেয়া কলেজের বিভিন্ন ডিপারমেন্টের শিক্ষার্থীরা তাদের তৈরিকৃত প্রায় শতাধিক রকমের বাহারি পিঠা স্টলে প্রদর্শন করেছেন। এর সঙ্গে পিঠা উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলতে আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
কলেজের অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, পড়াশুনার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রমেরর অংশ হিসাবেই এ পিঠা উৎসবের আয়োজন। এর মধ্যদিয়ে বাঙ্গালির হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে পাবে। শিক্ষার্থীরাও বিভিন্ন ধরনের পিঠার সঙ্গে নিজেদেরকে পরিচিত করতে পারবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান, সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন, শাহনেয়ামতুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহ্ আলম সহ বিভিন্ন শ্রেণে পেশার মানুষ জন।