ই-পেপার

আত্রাইয়ে দক্ষতা উন্নয়নে শিক্ষক কর্মচারীদের নিয়ে ইনহাউজ প্রশিক্ষণ

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলার ডিজিটাল শিক্ষাপ্রতিষ্ঠান বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম (বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজি) কলেজে সোমবার দুপুর ১২ খটিকায় কলেজের কর্মরত শিক্ষক-কর্মচারিদের পেশাগত উৎকর্ষ সাধনে তথা পাঠদান দক্ষতা উন্নয়ন বিষয়ে অত্র কলেজের হলরুমে ইনহাউজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইনহাউজ প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা ও মূল প্রবন্ধ পাঠ করেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী। এসময় তিনি শিক্ষকতার নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে পাঠদান পদ্ধতি, শিখন ফল, শ্রেণি ব্যবস্থাপনা,পাঠদানে প্রযুক্তির ব্যবহার সহ বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য প্রদান করেন।
এছাড়াও বক্তব্য রাখেন প্রভাষক জাকিরুল ইসলাম, আবু রেজা, এসএম মাসুদ পারভেজ, রিপন সরদার, মামুনুর রশিদ, ইদ্রিস আলী, অফিস সহকারি আবু বকর সিদ্দিক প্রমুখ।
ইনহাউজ প্রশিক্ষণ ‘কর্মশালায় বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীন এইচএসসি বিএমটি শিক্ষাক্রমের নতুন পরিমার্জিত সিলেবাস পরিচিতি ও বিস্তরণ বিষয়ে প্রশ্নউত্তর পর্বে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী অংশ গ্রহন করেন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫ | সময়: ৬:৪০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর