মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
লিয়াকত আলী বাবলু: মহাদেবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ১৭ ফেব্রুয়ারি সোমবার দিনব্যাপী উপজেলা কেন্দ্রীয় পাঠাগার ও উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং অনুষ্ঠিত হয়েছে।
এর আগে ১৬ ফেব্রুয়ারি মহাদেবপুর ডাকবাংলো মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ইউনিয়ন পর্যায়ে গত ৫ ফেব্রুয়ারি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫ প্রতিযোগিতা শুরু হয়। ইউনিয়ন পর্যায়ে ৫৪টি ইভেন্টে যে সকল প্রতিযোগী প্রথম স্থান অধিকার করেছিল তাদের নিয়েই উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫ উদযাপন এর সভাপতি মো: আরিফুজ্জামান বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: ইব্রাহিম খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাফিয়া আক্তার অপু, সহকারী শিক্ষা অফিসার রঞ্জন কুমার, রনজিত শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন। কিছু ইভেন্টে বিচারকের দায়িত্ব পালন করেন বকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন নাহার লায়লা, শালগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফার্জানা বৃষ্টি।
সানশাইন/রাজ