ই-পেপার

মহাদেবপুর শ*হী*দ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা

লিয়াকত আলী বাবলু: মহাদেবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার সময় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান।

 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, মহাদেবপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী বাবলু, সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট, চেয়ারম্যান শাসসুল আলম বাচ্চু, চেয়ারম্যান শ্রী রামপ্রসাদ ভদ্র, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো: ইব্রাহিম খান, একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক শিক্ষা) মো: ফরিদুল ইসলাম, বরুন মজুমদার, কাজী শামসুজ্জোহা মিলন, মাহবুব আলম প্রমুখ।

 

সভায় ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১মিনিটে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, বিকেলে আলোচনা সভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সানশাইন/রাজ


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫ | সময়: ৯:৫৫ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর