মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
ইবি প্রতিনিধি :
জয়পুরহাট জেলা থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঐক্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্বের বন্ধনে পরিচালিত জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির কার্যকরী কমিটি -২০২৫ অনুমোদন দেয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহসীন আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ তামিম হোসেনকে নির্বাচিত করা হয়েছে।
জেলা ছাত্রকল্যাণ সমিতি কতৃক গত ১২ ফেব্রুয়ারি নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান-২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সমিতির অনন্যা উপদেষ্টাবৃন্দের উপস্থিতিতে ও সম্মতিতে প্রধান উপদেষ্টা ও চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড.কামরুল হাসান ৩৪ সদস্যর এই পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন।
ড. কামরুল হাসান বলেন, নাড়ির স্পন্দন,প্রাণের স্পর্শে সদা বর্তমান জয়পুরহাট জেলার প্রতি সর্বদা মমত্ববোধ থাকবে। সেটাকে জিইয়ে রাখার জন্য নবগঠিত কমিটি ‘জেলা ছাত্রকল্যাণ সমিতি,জয়পুরহাট ২০২৫ কে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা রাখবো তারা সর্বদা সর্বোচ্চ ত্যাগ ও একনিষ্ঠতায় জেলা ছাত্রকল্যাণ সমিতি জয়পুরহাটের কল্যাণে অগ্রবর্তী থেকে নিরলস কাজ করে যাবে।
কমিটিতে অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে ইয়ামান মোস্তাহসীন, জান্নাত জৌতি, হুজাইফা আহমেদ তোহা, ফারুক হোসেন, নাঈম হোসেন, তাহমিদ শাহরিয়ার, ফরহাদ হোসেন, ফিরুজ হোসেন এবং সহ সাধারণ সম্পাদক হিসেবে আরাফাত সাঈদ, নাহিদ ইসলাম, মাহফুজার রহমান, রবিউল ইসলাম, আশিকুর রহমান মনোনীত হয়েছেন।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন, মিনহাজুল আবেদীন রাবি, সুমনা আফরুজ, জাহিদুল ইসলাম। অর্থ সম্পাদক মোঃ মেহেদী হাসান, দপ্তর সম্পাদক মোঃ সোয়াইব ইসলাম, প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শাহাজাহান আহাদ, উপ ক্রীড়া সম্পাদক শিহাব ইসলাম স্নেহ, ছাত্রী কল্যাণ সম্পাদক জেরিন চৌধুরী, সাহিতা ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আলী, আইন সম্পাদক মোঃ হযরত আলী, ধর্মবিষয়ক সম্পাদক মোঃ আবু ইউসুফ, আইটি সম্পাদক মোঃ রাশেল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মাঈসা খাতুন রয়েছেন। কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ জাহিদ হাসান, রাশেদুল ইসলাম, মোঃ রেজওয়ান আহম্মেদ, অনুভা রাণী।
সমিতির সদ্য বিদায়ী সভাপতি আরিফুল ইসলাম আরিফ বলেন , জেলা ছাত্রকল্যাণ সমিতি একটি স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন। নবগঠিত কমিটি তরুণ নেতৃত্বেকে প্রাধান্য দেয়া হয়েছে।এখানে প্রত্যেকে দায়িত্ব পালনের জন্য যোগ্য। কিন্তু সবাইকে দায়িত্বে রাখা সম্ভব না হলেও সকলে ঐক্যবদ্ধভাবে সমিতিকে সামনে এগিয়ে নিয়ে যেতে নিরলসভাবে কাজ করবে এই প্রত্যাশা। আশাকরি, তরুণদের হাত ধরেই এই সমিতি আগামীতে আরো বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সমিতি আরো দীর্ঘ থেকে দীর্ঘতর পথ অতিক্রম করবে ।
নবনির্বাচিত সভাপতি মোহসীন আলী বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালীন নিজ জেলাকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতি- ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টাগণ এবং শিক্ষার্থীদের প্রতি। অর্পিত দ্বায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকবো এবং জয়পুরহাট জেলাকে সুউচ্চ অবস্থানে নিয়ে যাওয়ার জন্য নিরলস কাজ করে যাব।
সানশাইন/ওয়াসিফ/শামি