ই-পেপার

বাঙালীর জীবন প্রবাহের সাথে ষড়ঋতুর বৈচিত্রপূর্ণ সম্পর্ক রয়েছে : ইবি ভিসি

ইবি প্রতিনিধিঃ

বাঙালীর জীবন প্রবাহের সাথে ষড়ঋতুর বৈচিত্রপূর্ণ সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি বলেছেন, বসন্ত বাঙালির জীবনে এক নতুন প্রভাতের বার্তা নিয়ে আসে। আমাদের ষড়ঋতুর বৈচিত্র্য পৃথিবীর আর কোথাও নেই। ঋতুচক্রের সঙ্গে আমাদের জাতির সংযোগ রয়েছে। এটা একটা প্রগাঢ় বন্ধনের মতো, কখনোই তা বিচ্ছিন্ন হবার নয়।

সোমবার (১৭ই ফেব্রয়ারি) বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত বসন্ত বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।

উপাচার্য বলেন, বাঙালীর মানষ গঠনেও এই ষড়ঋতুর প্রভাব রয়েছে। ষড়ঋতুর উপর ভিত্তি করে অনেক সময়ই আমাদের জীবন প্রণালী পরিবর্তিত হয়। তার মতে, আমরা কিছুটা ক্লীষ্ট, বসন্তে উদযাপিত, গ্রীষ্মে উদাস, বর্ষায় স্নাত, শরতে প্রস্ফুটিত ও হেমন্তে ধানের গানে উদ্বেলিত। ঋতুর এই বৈচিত্রময় আবহ পৃথিবীর কোথাও নেই বলেই প্রতীয়মান হয়েছে। তিনি বলেন, আমাদের লোকজ শিল্প উজ্জীবিত হয়েছে এই ঋতু বৈচিত্রে। আমাদের যে জারি, শারি, বাউল গান সবকিছুর মূলসুর এখান থেকেই।

প্রো-ভিসি প্রফেসর ড. এম এয়াকুব আলী বলেন, “ঋতুরাজ বসন্ত প্রকৃতিতে নতুন পরিবর্তন আনে। বসন্ত যেমন প্রকৃতিকে নব রূপে সাজায়, তেমনি আমাদেরও সমাজকে ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে নিতে হবে। আমাদের জীবন বসন্তের ফুলের মতো পুষ্পিত হোক এটাই প্রত্যাশা।”

বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. রবিউল হকের সভাপতিত্বে ও  সহকারী অধ্যাপক তিয়াশা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রফেসর ড. সরওয়ার মুর্শেদ, প্রফেসর গাজী মাহবুব মুর্শিদ, প্রফেসর ড. রশিদুজ্জামান প্রমুখ।

সানশাইন/ওয়াসিফ/শামি


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫ | সময়: ৮:৪১ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর