মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাবনা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন পাবনা জেলা কল্যাণ সমিতির উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরে সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই অনুষ্ঠান আয়োজিত হয়। এসময় স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের লাল গোলাপ দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
জেলা সমিতির সভাপতি সাইয়েদ ওয়ালিউল্লাহের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির পরিচালক হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন, রোভার স্কাউটের সম্পাদক আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. আরিফুল ইসলাম, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক ফিরোজ খান এবং সমিতির শতাধিক সদস্যরা।
সহকারী অধ্যাপক ড. আরিফুল ইসলাম বলেন, নিজেদের মধ্যে এরকম কমিউনিটির অনেক গুরুত্ব আছে। অনেক সময় দেখা যায় তোমরা পড়াশোনা শেষ করে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছ, সেখানে পাবনার কেও আছে কিন্তু তুমি তাকে চেনো না। এছাড়াও দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে অপরের সাহায্যের প্রয়োজন হয়। পাবনা জেলার কৃতি সন্তান যারা এখন ভালো ভালো জায়গায় অবস্থান করছে তাদের সাথে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রেও জেলা সমিতি গুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, পাবনা জেলা কল্যাণ সমিতির একটি সুদূরপ্রসারী লক্ষ্য রয়েছে। আজকের নবীনবরণ করলাম, কাল বিদায় করলাম আর জেলা সমিতির কাজ শেষ এমনটা নয়। আজকের এই আয়োজনের মধ্য দিয়ে নতুন কমিটির অভিষেকও হচ্ছে। আমরা এখন থেকে দাপ্তরিক সব ফাইল মেইনটেইন করবো। আজকে যারা এখানে এসেছে সবাইকে ফর্ম দিয়ে পূর্ণাঙ্গ পরিচয় নিয়ে একটি রেজিস্টার মেইনটেইন করা হবে যাতে ১০ বছর পরেও তোমাদের খুঁজে পাওয়া যায়, যেকোন প্রয়োজনে তোমাদের পাশে পাওয়া যায়। এছাড়াও আমরা বৃত্তির তহবিল তৈরি করব যাতে শিক্ষার্থীদের আর্থিক প্রয়োজনে ১০ টাকা দিয়ে হলেও আমরা পাশে দাঁড়াতে পারি।
সানশাইন/ওয়াসিফ/শামি