মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক : একুশের পথ ধরেই আমরা স্বাধীনতা পেয়েছি। তবে স্বাধীনতার পর আমাদের স্বপ্ন কি পুরোটাই পূরণ হয়েছে? হয়নি। কেন হয়নি? কেন বারবার আমাদের স্বপ্ন ভঙ্গ হচ্ছে? আমরা কেন নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা হারিয়ে ফেলছি? যে একুশের চেতনা বুকে ধারণ ও লালন করে দেশ স্বাধীন হলো, সে চেতনা কোথায়? কোথায় আমাদের সংকট? মূলত এই সংকট শুরু হয়েছিল স্বাধীনতা-উত্তর সময় থেকে। ১৯৭২ সাল থেকেই এখানে শুরু হয়েছে অন্য এক প্রক্রিয়া, যার ধারাবাহিকতা রক্ষা করে এক-এগারোর পর থেকে ফেব্রুয়ারি মাস পরিণত হয়েছে এক ধরনের রাজনৈতিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও মতলববাজ বুদ্ধিজীবীদের বাণিজ্যিক উৎসবে।
ফলে একুশের মৌলিক চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে শহীদ মিনারকে কেন্দ্র করে যে যাত্রা শুরু হয়েছিল অতীতে, তা বর্তমানে আর নেই। এই সংকট থেকে উত্তরণের জন্য নতুন করে আমাদের অন্তরে একুশের চেতনাকে লালন করতে হবে। কারণ একুশ আমাদের শিখিয়েছে দেশের তরে, দশের তরে কীভাবে প্রাণ দিতে হয়। অন্যায়-অবিচারের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি ৃ’ গানটি যখন মধুর সুরে বেজে ওঠে, তখন প্রত্যেকটা বাঙালি দেশের জন্য, ভাষার জন্য মরতে প্রস্তুত হয়। ২১ ফেব্রুয়ারিকে সারা বিশ্বের ১৯৩টা দেশ আনুষ্ঠানিকভাবে পালন করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যা গর্বে আমাদের বুকটা ভরিয়ে দেয়। একুশ আমাদের অনুপ্রেরণার বাতিঘর। শিরা-ধমনিতে ওঠে রণিÑআমরাও পারি, আমরা বীরের জাতি। তাই সারা বিশ্ব আমাদের দিকে অবাক তাকিয়ে রয়।