মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
মোঃ রাজন আহমেদ (ডিজিটাল):
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) এর দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় দুর্গাপুর ফাজিল মাদ্রাসার মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এ সময় কাউন্সিলে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্যদের কার্যক্রম মূল্যায়ন এবং নতুন কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া, IBWF-এর উপজেলা পর্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের দিকনির্দেশনা দেওয়া হয়।
এই সময় মাষ্টার সাইফুল ইসলাম কাউন্সিলের সকল সদস্যকে সংগবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আমাদের ধৈর্য সহকারে সততার সাথে ব্যবসা করতে হবে। এবং যারা নতুন ব্যবসা করতে যাচ্ছে, তাদের ইসলাম ধর্ম থেকে শিক্ষা নিয়ে ব্যবসা করার পরামর্শ দেন।
অধ্যক্ষ আবদুল রহিম দুর্গাপুরের মাছ ও পান ব্যবসার উদাহরণ দিয়ে বলেন, আমাদের সততার কারণেই সারা বাংলাদেশ আজ আমাদের চেনে। আমরা একদিকে যেমন চাষাবাদ করেছি, তেমনি আমরা শতভাবে ব্যবসাকে আরও এগিয়ে নিয়েছি। এটি সম্ভব হয়েছে সকল ব্যবসায়ী ভাইদের ঐকান্তিক প্রচেষ্টায়। আমরা চাই সকল ব্যবসায়ী ভাইদের IBWF-এর সঙ্গে যুক্ত করতে এবং সকল বেকার যুবকদের IBWF-এর পক্ষ থেকে সহযোগিতা করে তাদের একজন সৎ ব্যবসায়ী হিসেবে গড়ে তুলতে।
এই সময় প্রধান অতিথি নুরুজ্জামান লিটন বলেন, দেশের শীর্ষ ব্যবসায়িক সংস্থা IBWF-এর এই প্রথমবার দুর্গাপুর উপজেলা দ্বিবার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। “টাকা মাত্র দশ হাজার খুলবে ব্যাবসার দার” IBWF-এর এই স্লোগান সামনে রেখে দুর্গাপুরের সকল ছোট-বড় ব্যবসায়ীদের IBWF-এর সঙ্গে যুক্ত করতে চাই।
তিনি আরও বলেন, আমাদের হালাল রুজির একটি বড় অংশ আসে ব্যবসা থেকে। এজন্য আমাদের ব্যবসায় আরও আগ্রহী হতে হবে। এছাড়াও বিগত সময়ে ব্যবসায়ীদের বিভিন্নভাবে চাঁদাবাজির শিকার হতে হতো, চাঁদা না দিয়ে ব্যবসা করা সম্ভব ছিল না। যদি জামায়াত সরকার গঠিত হয়, তাহলে ব্যবসায়ীরা চাঁদাবাজির হাত থেকে মুক্তি পাবে এবং স্বাধীনভাবে ব্যবসা করতে পারবে। কারণ, জামায়াত সরকার কখনো চাঁদাবাজির প্রশ্রয় দেয় না।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা IBWF-এর সভাপতি জনাব নুরুজ্জামান লিটন, বিশেষ অতিথি রাজশাহী জেলা IBWF-এর সেক্রেটারি অধ্যক্ষ ড. আবদুর রহিম এবং দুর্গাপুর উপজেলার প্রধান উপদেষ্টা (IBWF) জনাব মঞ্জুর সাইফুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সানশাইন/রাজন