মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
বদলগাছী প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ভান্ডারপুর বাজার এলাকায় পাপোষ তৈরীর কারখানায় শ্রমিকের মজুরি কম দেওয়ার অভিযোগ উঠেছে। গত ১৫ জানুয়ারি কারখানা ঘুড়ে দেখা যায় প্রতিটি কারখানায় ডাষ্টিং, সুইমিং ও অন্যান্য এই তিনটি ভাগে বিভক্ত। ডাষ্টিং এ কয়েক জন ১০ হাজার, সুইমিং এ যে যত বেশি কাজ করে তার মজুরি তত। অন্যান্য অংশে ৩৫শ থেকে ৫ হাজার পর্যন্ত মজুরি। সরেজমিনকালে আরো দেখা যায় কারখানাগুলোতে কমপক্ষে ২৫-৬০ জন্য শ্রমিক রয়েছে। প্রতি কারখানায় অধিকাংশ শ্রমিক ৩৫শ থেকে ৫ হাজার টাকা মজুরি পান। যা আইএলও বা আন্তর্জাতিক লেবার অর্গানাইজেশনের পরিপন্থী। একজন শ্রমিক প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘন্টা কাজ করে তাও আইএলও পরিপন্থী। কয়েক জন মহিলা শ্রমিক আদরী, খুশি বানু, নাছিমা আকতার, রেশমী বানু, গীতা রানী সহ অনেকে অভিযোগ করে বলেন প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা প্রর্যন্ত ১১ঘন্টা কাজ করি কিন্তু আমাদের মজুরি অনেক কম।
এব্যপারে রংধনু পাপোষ কারখানার মালিক সোহরাব হোসেন বলেন আগে পাপোষ তৈরীর সরঞ্জামের দাম কম ছিল এবং সহজে পাওয়া যেত। এখন সহজে পাওয়া যায় না তাছাড়া দাম আগের তুলনায় অনেক বেশি। সংশ্লিষ্ট কারখানাগুলোতে পরিবেশ, শ্রম এবং বিসিক জড়িত থাকলেও সঠিক ভাবে তাদের দায়িত্ব পালন লক্ষ করা যাচ্ছে না।
জানুয়ারি শেষ দিকে শ্রম অধিদপ্তর থেকে তিন সদস্য বিশিষ্ট দল কারখানাগুলোতে পরিদর্শন করেন। এবিষয়ে নওগাঁ জেলার লেবার ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেনকে জিজ্ঞেস করা হলে তিনি কোনো সদুত্তোর দিতে পারেননি। এবিষয়ে পরিবেশ অধিদপ্তর নওগাঁ সহকারী পরিচালক নাজমুল হকের সাথে ফোনে কথা বলার চেষ্টা করা হল ফোন বন্ধ পাওয়া যায়।