মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আকবর আলী (৪৯) নামের আক পুলিশ সদস্য। তিনি পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই)। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ৩ টার দিকে মোহনপুর থানায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এএসআই আকবর আলি চাপাইনবাবগঞ্জ জেলা সদর ঘোড়াপাখিয়া গ্রামের মৃত জবেদ আলীর ছেলে। তিনি মোহনপুর থানায় কর্মরত ছিলেন।
মোহনপুর থানার কর্মকর্তা ওসি আতাউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আকবর আলি গত রাতে ডিউটি অফিসার ছিলেন। বাদ জুম্মা জরুরি দ্বায়িত্ব পালন করছিলেন এএসআই আকবর আলি। হঠাৎ করে তিনি অসুস্থবোধ করলে তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানায় কর্মরত পুলিশ সদস্যরা জানান, কিছুদিন যাবত তিনি অসুস্থতাবোধ করছিলেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তিনি হৃদরোগ জনিত কারণে মৃত্যুবরণ করেছেন।