ই-পেপার
সর্বশেষ সংবাদ :

কেশরহাটে যুবদলের প্রতিবাদ মিছিল ও পথ সভা

মোহনপুর প্রতিনিধি: আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে প্রতিবাদ মিছিল করেছে মোহনপুর উপজেলার কেশরহাট পৌর যুবদল। শনিবার বিকেলে কেশরহাট বাজারে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো। সভা পরিচালনা করেন কেশরহাট পৌর যুবদলের আহবায়ক শাহিন আলম।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো ঘাপটি মেরে এলাকায় ঘোরাফেরা করছে। তারা আগামিকাল কর্মসূচি দিয়ে এলাকায় এলাকায় বিশৃঙ্খলা তৈরি পায়তারা করছে। তাদেরকে যেকোনো মূল্যে প্রতিহত করবে যুবদল। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে অনলাইনে অপপ্রচার চালাবে বলে আমরা খবর পেয়েছি। যারা অনলাইনে ঘাপটি মেরে অপপ্রচার চালানোর চেষ্টা করবে তাদেরকে অনলাইনেই রুখে দেওয়া হবে।
জানা গেছে, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি বিক্ষোভ কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। এর প্রতিবাদে কেশরহাটে পালটা প্রতিবাদ কর্মসূচি দেয়েছে কেশরহাট পৌর যুবদল।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক রাইসুল ইসলাম রাসেল, সোহরাব হোসেন, সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম, বুলবুল আহমেদ, যুবনেতা মোহাম্মদ আলী বাচ্চু, দেলোয়ার হোসেন, কেশরহাট পৌর যুবদল নেতা পলাশ, সাদ্দাম সহ সহল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫ | সময়: ৫:১৬ পূর্বাহ্ণ | সুমন শেখ