ই-পেপার

মায়ের সেবা করার মতো অ্যালামনাইরা বিশ্ববিদ্যালয়ের সেবা করবে : ইবি ভিসি

ইবি প্রতিনিধিঃ

মায়ের সেবা করার মতো অ্যালামনাইরা বিশ্ববিদ্যালয়ের সেবা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি বলেছেন, ❝এই বিশ্বিবদ্যালয়ই আপনার পরিচয়, আপনার অস্তিত্ব। আপনারা চাইলে একটা প্রাইভেট ফান্ডিং, একটা ল্যাব, সেমিনার লাইব্রেরি, ফ্যাকাল্টি বিল্ডিং তৈরি করতে পারেন। এজন্য আপনাদের সেই মানসিকতা তৈরি করতে হবে। মায়ের যেমন সেবা করা দরকার, অ্যালামনাইরা তেমন বিশ্ববিদ্যালয়কে সেবা করবে।❞

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী গেট টুগেদার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ সহ প্রায় তিন হাজার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ইবি উপাচার্য বলেন, অ্যালামনাই এসোসিয়েশন হলো বসন্ত উৎসবের মতো। আপনাদের আগমন এখানে বসন্ত উৎসবের মহীরূপে পরিণত হয়েছে। আপনাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় সঠিক লক্ষ্যে ফিরে যাবে। অ্যালামনাইদের দায়িত্ব তার বিশ্বিবদ্যালয়ের গুরুত্ব ও অবদান তুলে ধরা। অ্যালামনাই এসোসিয়েশনের মাধ্যমে ফান্ড থাকবে, অনেক শিক্ষার্থীদের দায়িত্ব নেওয়া হবে। আশা করি আপনারা ভ্রাতৃত্বের বন্ধনে এ বিশ্ববিদ্যালয়কে আগলে রাখবেন।

সংগঠনটির আহ্বায়ক নাজমুল হক সাঈদীর সভাপতিত্বে ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও ইবির সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জিল্লুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনজারুল আলম, ইবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল-মামুন।

অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান, ডকুমেন্টারি প্রদর্শন ও প্রাক্তনদের স্মৃতিচারণ ও জুলাই বিপ্লবের স্মরণিকার মোড়ক উম্মোচন করা হয়। এছাড়া প্রাক্তনের সন্তানদের খেলাধূলা ও পুরস্কার বিতরণসহ সকল নিবন্ধিত প্রাক্তনদের গিফট সম্বলিত ব্যাগ প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

সানশাইন/ওয়াসিফ/শামি


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫ | সময়: ৯:১৯ পূর্বাহ্ণ | Daily Sunshine