ই-পেপার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘প্রেম বঞ্চিত সংঘের মিছিল

ইবি প্রতিনিধিঃ

বিশ্ব ভালোবাসা দিবসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রেম বঞ্চিত সংঘের সদস্যরা। ‘প্রেমই শান্তি প্রেমে সুখ, পেতে মোরা পঞ্চমুখ’ স্লোগানকে সামনে রেখে প্রেমে বৈষম্যের বিরুদ্ধে ব্যতিক্রমী এই আন্দোলন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।

শুক্রবার (১৪ ই ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রেম বঞ্চিত সংঘের সদস্যরা। মিছিলটি পশ্চিম পাড়া, হতাশার মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট প্রদক্ষিণ করে বটতলায় এসে শেষ হয়।

এসময় প্রেম বঞ্চিত সদস্যরা “তুমি কে আমি কে, বঞ্চিত বঞ্চিত; একশন টু একশন ডাইরেক্ট একশন; কেউ পাবে তো কেউ পাবে না,তা হবে না তা হবে না; নষ্ট প্রেমের খেতাতে, আগুন জ্বালো একসাথে; আমার ভাই সিঙ্গেল কেন, প্রশাসন জবাব চাই; প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সমাবেশে প্রেম বঞ্চিত সংঘের নবনিযুক্ত সাধারণ সম্পাদক আসিফ হাসান লিখন বলেন, আমাদের প্রতিবাদ ভালবাসার বিপক্ষে না আমাদের প্রতিবাদ প্রেমের নামে যে প্রহসন চলে, প্রেমের নামে যে অশ্লীলতা চলে, একজন একাধিক মানুষের সাথে প্রেমে জড়ায় তার বিরুদ্ধে। আমরা কেউ বঞ্চিত থাকতে চাই না, আমরা চাই সকলের জীবনে প্রেম সুস্থ ধারায় ফিরে আসুক। আসুন আমরা নষ্ট প্রেমকে না বলি এবং প্রকৃত প্রেমকে স্বাগত জানাই।

সানশাইন/ওয়াসিফ/শামি

 


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৫ | সময়: ৭:৩৮ অপরাহ্ণ | Daily Sunshine