ই-পেপার

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বর্ণিল আয়োজনে বসন্তবরণ, বই ও পিঠামেলা

স্টাফ রিপোর্টার: নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এনবিআইইউ) বর্ণিল আয়োজনে বসন্তবরণ উপলক্ষে বই ও পিঠামেলার আয়োজন করা হয়। ইউনিভার্সিটির বাংলা বিভাগের উদ্যোগে বই ও পিঠামেলা, ইংরেজি ও আইন বিভাগের আয়োজনে পিঠামেলার পৃথক স্টল দেওয়া হয়।
বৃহস্পতিবার দিনব্যাপী রাজশাহী নগরীর চৌদ্দপাইস্থ ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই মেলার আয়োজন করা হয়। বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও দর্শনার্থীরা মেলা থেকে বই ক্রয় করেন। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, ছাত্র উপদেষ্টা ড. নূরে এলিস আকতার জাহান, টিএসসির পরিচালক ড. নাসরিন লুবনা, প্রক্টর নূরে-ই-আলম এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হাসান ঈমাম সুইটসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ মেলা পরিদর্শন করেন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৫ | সময়: ৭:০৫ পূর্বাহ্ণ | সুমন শেখ