ই-পেপার
সর্বশেষ সংবাদ :

রাবিতে শহীদ জোহা দিবসকে ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ ড. জোহা দিবসকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের আয়োজনে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।

 

উদ্বোধনকালে উপাচার্য বলেন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে ও একাত্তরের মুক্তিযুদ্ধের শহিদ জোহার আত্মত্যাগের গুরুত্ব অনেক। তাৎপর্যের দিক থেকে দিবসটি সমগ্র দেশজুড়ে পালিত হওয়ার কথা। তবে দীর্ঘদিনের দাবির পরও এটা এখনও হয়নি। অবিলম্বে দিবসটি জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবি করছি।

 

গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিয়ে অবিলম্বে দিবসটি জাতীয় শিক্ষক দিবস ঘোষণার জোর দাবি জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মাঈন উদ্দীন ও অধ্যাপক ফরিদ খান।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ, বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জামিরুল ইসলাম, নাট্যকলা বিভাগের অধ্যাপক রহমান রাজু, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম সারওয়ার, মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক অমিত কুমার দত্ত, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আরিফুল ইসলাম, রিক্সাচালক আনছার আলীসহ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী।

 

কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি রায়হান ইসলাম বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টিতে শহিদ জোহার অবদান অসামান্য। এই দিবসটি জাতীয় শিক্ষক দিবস ঘোষণার করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও সেটা হয়নি। যা মহান এই শিক্ষকের আত্মত্যাগ ও বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ইতিহাসের অমর্যাদা। অবিলম্বে দিবসটি জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবি জানাই। এই গণস্বাক্ষর ও গণবিবৃতি কর্মসূচি চলবে।

সানশাইন/নাজমুল/রাজন


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫ | সময়: ১০:১৬ অপরাহ্ণ | Daily Sunshine