মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
পোরশা প্রতিনিধি:
দেশপ্রেম ও মূল্যবোধের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে এ-ই শ্লোগানের উপর দুই পক্ষ দল শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় বিপক্ষে শিশা বহুমুখী উচ্চ বিদ্যালয়,উপজেলা শিক্ষা কর্মকর্তা এর সভা কক্ষে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফ আদনান পোরশা, নওগাঁ। বিচারক মন্ডলী ছিলেন মোঃ আব্দুল খালেক, কনক রয় একাডেমিক সুপারভাইজার ও মোহাম্মদ আলী প্রভাষক ইংরেজি নিতপুর মহিলা আলিম মাদ্রাসা, পোরশা নওগাঁ এবং মডারেটরের দায়িত্ব পালন মোঃ সাদেকুল ইসলাম সহকারী শিক্ষক বিজ্ঞান নিতপুর মহিলা আলিম মাদ্রাসা। চ্যাম্পিয়ন হয় শিশা বহুমুখী উচ্চ বিদ্যালয়। রানারআপ হোন নিতপুর শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয়। প্রধান অতিথি উভয়ের হাতে ক্রেষ্ট তুলে দেন।
সানশাইন/কামরু/শামি