ই-পেপার
সর্বশেষ সংবাদ :

রাবি শেখ রাসেল মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শেখ রাসেল মডেল স্কুলে আজ সোমবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জুবেরী ভবন মাঠে পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর আকতার বানু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ৩৩টি ইভেন্টে প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশ নেয়। স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. সৈয়দা দিলরুবা ক্রীড়ানুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫ | সময়: ৭:২২ পূর্বাহ্ণ | সুমন শেখ