ই-পেপার

বানেশ্বরে পাথরবাহী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে প্রাণ হারালেন অধ্যক্ষ

স্টাফ রিপোর্টার পুঠিয়া: রাজশাহী-ঢাকা মহাসড়কের বানেশ্বরে সুন্দরবোন কুরিয়ার সার্ভিসের সামনে পাথরবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী জুবায়ের(৪৫) নামের এক অধ্যক্ষের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর সুন্দরবোন কুরিয়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে। পবা(শিবপুরহাট) হাইওয়ে থানা অফির্সার ইনচার্জ মোজ্জামেল এতথ্য নিশ্চিত করেছেন। আরোহী নিহত জুবায়ের(৪৫) নাটোর গুরুদাসপুর মাহাফুজুর রহমান কারিগরি কলেজের অধ্যক্ষ ও নাটোর সদরের বাসিন্দা ছিলেন। নাটোর সদরের মোকসেদের ছেলে আব্দুল খালেক আহত হন।
জানা যায়, রাজশাহীতে স্ব্যস্থ্য বিষয়ের একটি সেমিনার শেষ করে শনিবার (৮ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে নিহতরা ইয়ামা কোম্পানীর (নাটোর-হ ১২-৯৯১৬) মোটরসাইকেল নিয়ে রাজশাহী থেকে নাটোওে যাওয়ার পথে বানেশ্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে পৌছালে পেছনদিক থেকে অজ্ঞাত পাথরবোঝায় ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা অধ্যপক জুবায়ের সড়কের উপর পড়ে যান ও ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে পবা(শিবপুরহাট) হাইওয়ে থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ ও গাড়ি উদ্ধার করে থানায় নেন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫ | সময়: ৬:২৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর